রাজ্য তথা বহিঃরাজ্য থেকে এবং স্থানীয় সহ কয়েক শতাধিক শিল্পীর উপস্থিতিতে মিলনস্থলে পরিনত হয় মেলা প্রাঙ্গণ। দূর দূরান্ত থেকে দোকানীরা এখানে রকমারী পসরা সাজিয়ে বসেন। এখানে বাঙ্গালী সংস্কৃতির ধামাইল, বিভিন্ন লোক সংগীত ও নৃত্য সহ পাহাড়ী, অসমিয়া,রাজস্থানী সহ সব ধরনের সংস্কৃতির চর্চার আসর বসে। এই সাংস্কৃতিক উৎসব উদ্বোধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলার সভাধিপতি ভবতোষ দাস, মহিলা কমিশনের চেয়ারম্যান বর্ণালী গোস্বামী, বিধায়িকা বিজিতা নাথ সহ আরও অনেকে।