বিশালগড়ে কলেজে ভর্তি নিয়ে তীব্র অসন্তোষ ছাত্রছাত্রীদের, রাগে জাতীয় সড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার, বিশালগড়, ২৮ জানুয়ারি।। রাজ্যের সাধারন ডিগ্রি কলেজ গুলিতে ছাত্র-ছাত্রী ভর্তির ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখার জন্য রাজ্য সরকার অনলাইনে রাজ্যস্তরে কেন্দ্রীয় ভাবে ভর্তি প্রক্রিয়া চালু করেছে। এতে করে কিছু কিছু ক্ষেত্রে সমস্যা দেখা দিয়েছে। রাজ্যস্তরে অনলাইনে কেন্দ্রীয় ভাবে ছাত্র-ছাত্রী ভর্তির ফলে দেখা যাচ্ছে একাংশ ছাত্র-ছাত্রী এখনো কলেজে ভর্তি হতে পারে নি। এমনকি তারা তাদের পছন্দ মতো কলেজে ভর্তি হতে পারছে না। রাজ্যের অন্যান্য কলেজ গুলির ন্যায় বিশালগড়ের রবীন্দ্রনাথ ঠাকুর মহা বিদ্যালয়েও একই অবস্থা।

সিপাহীজলা জেলার একাংশ ছাত্র-ছাত্রী এই কলেজে ভর্তি হতে পারছে না। ফলে এক প্রকার বাধ্য হয়ে বিশালগড়ের রবীন্দ্রনাথ ঠাকুর মহা বিদ্যালয়ে ভর্তি হতে না পারা ছাত্র-ছাত্রিরা বৃহস্পতিবার কলেজের মূল ফটকে তালা ঝুলিয়ে দিয়ে কলেজের রাস্তার মুখে অর্থাৎ সাব্রুম-আগরতলা জাতীয় সড়ক অবরোধে সামিল হয়। তাদের বক্তব্য কলেজের অধ্যক্ষ তাদেরকে জানিয়েছে কলেজে আসন খালি নেই। তাই তাদেরকে এমবিবি  কিংবা  বিবিএম কলেজে ভর্তি হতে হবে। কিন্তু তাদের বক্তব্য এমবিবি  কিংবা  বিবিএম কলেজে এসে পড়ার ক্ষেত্রে তাদের সমস্যা রয়েছে।

তাই তাদেরকে নিজের জেলায় অর্থাৎ বিশালগড়ের রবীন্দ্রনাথ ঠাকুর মহা বিদ্যালয়ে ভর্তির সুযোগ করে দিতে হবে। এইদিকে রাস্তা অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। পুলিশ সড়ক অবরোধে সামিল হওয়া ছাত্র-ছাত্রিদের সাথে কথা বলে। কিন্তু ছাত্র-ছাত্রিরা তাদের দাবিতে অনড় থাকে। ফলে বেশকিছু সময় ধরে চলে সড়ক অবরোধ। এই সড়ক অবরোধের ফলে রাস্তার দুই পাশে আটকে পরে বহু ছোট বড় যান বাহন। ফলে চরম দুর্ভোগের শিকার হতে হয় যাত্রীদের।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?