নতুন প্রতিনিধি, শান্তিরবাজার, ৪ মার্চ ৷৷ দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজার মহকুমায় লক্ষ্মীছড়া এলাকায় গাছ থেকে পড়ে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে৷ মৃত শ্রমিকের নাম অংকীয় মগ৷ বাড়ি ওই এলাকাতেই৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে৷ শান্তিরবাজারের লক্ষ্মীছলা মুন্সি মগপাড়ার বাসিন্দা অংকীয় মগ দিনমজুরি করেই জীবিকা নির্বাহ করত৷ তার বাড়ির পাশেই এক বাড়িতে গাছের ডাল কাটার কাজে গিয়েছিল শ্রমিক অংকীয় মগ৷ গাছের ডাল কাটতে গিয়ে নিচে পড়ে যায়৷ তাকে স্থানীয় জনগণ উদ্ধার করে বাইখোড়া প্রাথমিক হাসপাতালে নিয়ে যান৷ কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন৷ আশ্চর্যের বিষয় হলো এটি একটি অস্বাভাবিক মৃত্যুজনিত ঘটনা সত্ত্বেও কর্তব্যরত চিকিৎসক কোন রকমের ময়না তদন্ত না করেই মৃতদেহ পরিবারের লোকজনদের হাতে তুলে দেন৷ এমনকি, বিষয়টি পুলিশকেও জানানো হয়নি৷ শোকাহত পরিবারের লোকজনরা মৃতদেহ সৎকার করতে নিয়ে গেলে পুলিশ খবর পায়৷ ঘটনাস্থলে ছুটে গিয়ে পুলিশ মৃতদেহটি সেখান থকে তুলে নিয়ে আসে ময়না তদন্ত করানোর জন্য৷ বর্তমানে মৃতদেহটি হাসপাতালের মর্গে রয়েছে৷ ময়না তদন্ত না করে মৃতদেহ পুলিশকে না জানিয়েই পরিবারের লোকজনদের হাতে তুলে দেবার ঘটনাকে কেন্দ্র করে নানা কৌতুহলের সৃষ্টি হয়েছে৷ সংশ্লিষ্ট চিকিৎসকের দায়িত্ব কর্তব্যজ্ঞান নিয়ে নানা প্রশ্ণ উঠেছে৷ দায়িত্ব এড়ানোর লক্ষ্যেই চিকিৎসক এ ধরনের কার্যকলাপ সংগঠিত করেছেন বলেও অভিযোগ উঠেছে৷