আন্তর্জাতিক বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল ডিজিসিএ

অনলাইন ডেস্ক, ২৮ জানুয়ারি।। এই মুহূর্তে দেশের করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। কিন্তু ব্রিটেন-সহ ইউরোপের বেশ কয়েকটি দেশ এবং আমেরিকায় সংক্রমণ নতুন করে বাড়ছে। বিশেষ করে করোনার নতুন স্ট্রেন তীব্র আতঙ্ক ছড়িয়েছে ওই সব দেশে।

ঘটনার জেরে আন্তর্জাতিক বিমান চলাচলের উপর নিষেধাজ্ঞার সময়সীমা বাড়ালো ডিজিসিএ বা ডিরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন।

বৃহস্পতিবার সন্ধ্যায় ডিজিসিএ এক বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত আন্তর্জাতিক উড়ান চলাচলের উপর নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

অর্থাৎ ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সব যাত্রীবাহী আন্তর্জাতিক বিমান চলাচল বন্ধ থাকবে। তবে যথারীতি মালপত্র বহনকারী কার্গো বিমান ও বিশেষ অনুমতি দেওয়া বিমান চলাচলের উপর নিষেধাজ্ঞা থাকবে না।

উল্লেখ্য, ২০২০-তে ভারতে করোনা সংক্রমণ শুরু হওয়ার পর থেকেই বন্ধ করে দেওয়া হয়েছিল সব ধরনের বিমান চলাচল। ২৫ মে থেকে অবশ্য কিছু রুটে বিমান চলাচল শুরু হয়।

তবে তা সংখ্যায় ছিল অনেক কম। কিন্তু আন্তর্জাতিক বিমান চলাচল শুরু করা হয়নি। পরবর্তী ক্ষেত্রে বন্দে ভারত মিশন ও দ্বিপাক্ষিক চুক্তির কারণে কয়েকটি দেশের সঙ্গে বিমান চলাচল শুরু হয়।

এখনও অনেক দেশের সঙ্গে ভারতের বিমান যোগাযোগ বন্ধ রয়েছে। গত মাসে ব্রিটেনে করোনার নতুন স্ট্রেনের সংক্রমণ শুরু হওয়ার পর গোটা ইউরোপ জুড়ে আতঙ্ক ছড়িয়েছে।

কারণ করোনার এই নতুন ভাইরাস পূর্ববর্তী ভাইরাসের তুলনায় ৭০ শতাংশ বেশি সংক্রামক। ভারতে যাতে করোনার নতুন স্ট্রেনের অনুপ্রবেশ না ঘটে সে কারণেই ডিজিসিএ এই সিদ্ধান্ত নিয়েছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?