ইব্রাহিমোভিচ এবং লুকাকু একসঙ্গে ম্যানচেস্টার ইউনাইটেডে খেলেছেন। সেই তাদের নিয়েই এখন নানা খবর। বিবিসির একটি প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি বিরতির সময় লুকাকুকে বাজেভাবে আক্রমণ করেন ইব্রাহিমোভিচ। কিন্তু ইব্রা বলছেন, ‘আমরা সবাই একই। সবাই সমান। কারো সঙ্গে কারো পার্থক্য নেই। ’
ইব্রাহিমোভিচ এমন দাবি করলেও সহজে ছাড় পাবেন না। স্কাই স্পোর্টস জানিয়েছে, ইতালিয়ান ফুটবল ফেডারেশন ওই ঘটনার বিরুদ্ধে তদন্তের ঘোষণা দিয়েছে।
ইউরোপীয় ফুটবলে বর্ণবিদ্বেষ নতুন কিছু নয়। কৃষ্ণ বর্ণের ফুটবলারদের প্রায়ই এই তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়। বেলজিয়ামের ফরোয়ার্ড রোমেলু লুকাকু অহরহ এমন অভিজ্ঞতার ভেতর দিয়ে যান।
লুকাকু ছাড়াও রহিম স্টার্লিং, দ্রগবা, বালোতিল্লি, মুসা মারেগা, দানি আলভেজরা বর্ণবাদের স্বীকার হয়েছেন একাধিকবার। অভিবাসী সংক্রান্ত কারণে বর্ণবাদের শিকার হয়েছে জার্মানির বিশ্বকাপজয়ী ফুটবলার মেসুত ওজিল, ফ্রান্সের করিম বেনজেমাদের মতো তারকারা।