বিহারে প্রকাশ্য দিবালোকে গুলি করে খুন করা হল বিজেপি মুখপাত্রকে

অনলাইন ডেস্ক, ২৭ জানুয়ারি।। বিহারের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে বলে বেশ কিছুদিন ধরেই অভিযোগ করছিল রাজ্যের প্রধান বিরোধী দল আরজেডি। তাদের সেই অভিযোগ যে মিথ্যা নয় তার প্রমাণ মিলল বুধবার।

এদিন মুঙ্গেরের জামালপুর কলেজের সামনে সকাল সাড়ে এগারোটা নাগাদ সকলের সামনেই বিজেপির রাজ্য মুখপাত্র অধ্যাপক আজফার সামসিকে গুলি করে খুন করল দুষ্কৃতীরা।

প্রাথমিক ঘটনায় সকলেই হতচকিত হয়ে যায়। সম্বিত ফেরার সঙ্গে সঙ্গেই অধ্যাপক সামসিকে পটনা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা এই বিজেপি নেতাকে মৃত বলে ঘোষণা করেন।

জানা গিয়েছে, প্রতিদিনের মতই বিজেপি মুখপাত্র অধ্যাপক সামসি এদিন নিজের গাড়ি করে কলেজে আসেন। সামসির গাড়িচালক মহম্মদ আনোয়ার বলেছেন, গাড়ি থেকে নেমে গিয়ে ছিলেন অধ্যাপক। সে সময় তিনি গাড়িটি পার্ক করছিলেন।

এ সময় হঠাৎই পরপর দুটি গুলির শব্দ শুনতে পান তিনি। ছুটে এসে দেখেন অধ্যাপক মাটিতে লুটিয়ে পড়ে আছেন। রক্তে ভেসে যাচ্ছে তাঁর শরীর। এ ঘটনায় ছাত্র-ছাত্রীরাও ভয় পেয়ে ছুটোছুটি শুরু করেন।

কয়েকজন ছাত্র এগিয়ে আসেন। তাদের সহযোগিতায় অধ্যাপককে গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয় পটনা মেডিকেল কলেজে। কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। কে বা কারা এই খুনের সঙ্গে জড়িত তা এখনও জানা যায়নি।

পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। বিহার বিজেপির রাজ্য সভাপতি সঞ্জয় জয়সোয়াল বিহার পুলিশের ডিজিপি এস কে সিংহলকে দ্রুত দুষ্কৃতীদের খুঁজে বের করতে অনুরোধ করেছেন।

যথারীতি এই ঘটনা নিয়ে সরব হয়েছে আরজেডি। দলের নেতা তেজস্বী যাদব এদিন বলেন, নীতীশ কুমারের শাসনে রাজ্যে যে জঙ্গল রাজ কায়েম হয়েছে এটা তারই প্রমাণ। ক্ষমতাসীন দলের মুখপাত্রকে যেভাবে দুষ্কৃতীরা প্রকাশ্যে খুন করেছে তাতে সাধারণ মানুষের জীবন যে কতটা ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে তা বোঝা যায়।

নীতীশ কুমার সব দেখেও চোখ বুজে রয়েছেন। আসলে প্রশাসনের উপর নীতীশের আর কোন দখল নেই। মুখ্যমন্ত্রীর উচিত, প্রশাসনিক ব্যর্থতার দায়ভার নিয়ে পদ থেকে সরে দাঁড়ানো।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?