স্ত্রী ছেড়ে চলে গিয়েছেন, ক্ষোভে ১৮ জন মহিলাকে খুন করল এক ব্যক্তি

অনলাইন ডেস্ক, ২৭ জানুয়ারি।। বিয়ে হয়েছিল মাত্র ২১ বছর বয়সে। কিন্তু শেষ পর্যন্ত টেকেনি সেই বিয়ে। অল্প কিছুদিনের মধ্যেই অন্য একজনের সঙ্গে পালিয়ে যান তাঁর স্ত্রী। সেই মুহূর্ত থেকেই তরুণের মনের মধ্যে জমা হতে থাকে ঘৃণা।

আর তারই ফলস্বরূপ, একটি-দু’টি নয়, মোট ১৮ জন মহিলাকে খুন করল ওই ব্যক্তি। শুনতে অবাক লাগলেও হায়দরাবাদে সত্যিই সন্ধান মিলেছে এমনই এক সিরিয়াল কিলারের। তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সব মিলিয়ে ২১টি মামলা রুজু হয়েছে তার বিরুদ্ধে।

অভিযুক্ত এই সিরিয়াল কিলার পেশায় একজন শ্রমিক। সম্প্রতি দু’জন মহিলার খুনের মামলায় তাকে খুঁজছিল পুলিশ। তদন্তে নেমে অবশেষে সন্ধান মেলে তার। সিটি পুলিশ টাস্ক ফোর্স এবং রাচাকোন্ডা কমিশনারেটের পুলিশ গ্রেপ্তার করেছে ৪৫ বছরের ওই ব্যক্তিকে।

জানা গিয়েছে, ২০০৩ সালে অপরাধের দুনিয়ায় পা রাখে অভিযুক্ত। তার লক্ষ্যই থাকত একলা থাকা মহিলাদের দিকে। তাঁদের টাকার বিনিময়ে যৌনতার প্রস্তাব দিত সে। মহিলারা বুঝতেও পারতেন না কোন ফাঁদে পা দিতে চলেছেন তাঁরা।

পুলিশ জানতে পেরেছে, খুনের আগে সব ক্ষেত্রেই ওই মহিলাদের সঙ্গে বসে মদ খেত অভিযুক্ত। তারপর সুযোগ বুঝে ঝাঁপিয়ে পড়ত তাঁদের উপরে। নৃশংস ভাবে তাঁদের খুন করার পরে ওই মহিলার কাছে থাকা দামী জিনিসপত্র নিয়ে চম্পট দিত সে।

সব মিলিয়ে ২১টি মামলা রয়েছে অভিযুক্তর বিরুদ্ধে। তার মধ্যে ১৬টি খুনের মামলা। চারটি সম্পত্তিগত অপরাধ। এছাড়াও একবার পুলিশের হেফাজত থেকে পালাবার কারণেও একটি মামলা রয়েছে তার বিরুদ্ধে। তাকে জেরা করা শুরু করেছে পুলিশ।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?