অনলাইন ডেস্ক, ২৬ জানুয়ারি।।২০২১-এর সাধারণতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন।
কিন্তু ব্রিটেনে করোনার প্রকোপ অতিমাত্রায় বেড়ে যাওয়ায় শেষ মুহূর্তে জনসন দিল্লি সফর বাতিল করেন। ঘটনার জেরে মঙ্গলবার তাঁর গলায় শোনা গিয়েছে আক্ষেপের সুর। ৭২তম সাধারণতন্ত্র দিবস উপলক্ষে এদিন তিনি ভারতবাসীদের শুভেচ্ছা জানান।
একই সঙ্গে বলেন, আজকের দিনে আপনাদের সঙ্গে আমিও ভারতের প্রজাতন্ত্র দিবস উদযাপনের জন্য মুখিয়ে ছিলাম। বন্ধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন। কিন্তু করোনার বিরুদ্ধে এই মুহূর্তে আমাদের বড় লড়াই লড়তে হচ্ছে।
সে কারণেই আমাকে লন্ডনে থেকে যেতে হল। দিল্লি যাওয়ার প্রবল ইচ্ছা থাকলেও আমার অন্য কোনও উপায় ছিল না। সাধারণতন্ত্র দিবস উপলক্ষে আমি প্রত্যেক ভারতবাসী, সে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অন্যদের শুভেচ্ছা জানাই।
একই সঙ্গে ভারতকে গোটা বিশ্বের অন্যতম সমৃদ্ধ সংবিধানের দেশ হিসেবেও উল্লেখ করেন ব্রিটেনের প্রধানমন্ত্রী।
জনসন আরও বলেছেন, এই মুহূর্তে আমি দিল্লি যেতে না পারলেও পরিস্থিতি কাটিয়ে উঠলে খুব শীঘ্রই দিল্লি যাব। ভারতের প্রধানমন্ত্রী মোদি আমাকে সে দেশে আসার আহ্বান জানিয়েছেন।
ভারতের সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে উপস্থিত থাকা এক বিশেষ অনুভূতি। কিন্তু পরিস্থিতির কারণে আমি সেই অনুষ্ঠান থেকে বঞ্চিত হলাম। আশা করি, ভবিষ্যতে কোনও সময় আমি যেতে পারব।
উল্লেখ্য, করোনাজনিত কারণে এবারের সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানও বেশ কিছুটা কাটছাঁট করা হয়। বলবৎ করা হয় করোনাজনিত বেশ কিছু বিধিনিষেধ।
সেই সমস্ত বিধিনিষেধ মেনে এদিন দিল্লির রাজপথে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ হয়। রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী-সহ কেন্দ্রীয় মন্ত্রিসভার প্রায় সব সদস্যই এদিন রাজপথে উপস্থিত ছিলেন।