এ নিয়ে অপপ্রচার চলেছে। এত তাড়াতাড়ি কিভাবে ভারত করোনা ভাইরাস সংক্রমণ মোকাবেলায় প্রতিষেধক ভ্যাকসিন আবিষ্কার করেছে তা নিয়েও নানা মহলে নানা প্রশ্ন উঠেছে। এসব বিষয় নিয়ে বিভ্রান্ত না হতে তিনি অনুরোধ জানিয়েছেন। তিনি বলেন পৃথিবীর পৃথিবীর ৯২ দেশ ভারতের কাছে ভ্যাকসিন চেয়েছে ,। এই ভ্যাকসিন নিয়ে কারোর মধ্যে কোন ধরনের সংশয় থাকা উচিত নয় বলেও তিনি অভিমত ব্যক্ত করেছেন। রাজ্যের প্রবীণ শিশু বিশেষজ্ঞ তথা প্রাক্তন স্বাস্থ্য অধিকর্তা বিকাশ রায় ভ্যাকসিন নিতে এসেছেন খবর পেয়ে ডাক্তার দিলীপ দাস অফিসে ছুটে এসেছেন বলে জানান।
৮২ বছর বয়সে তিনি ভ্যাকসিন গ্রহণ করে সমাজকে অভয়ের বার্তা দিতে চেয়েছেন বলেও বিধায়ক উল্লেখ করেন। ভ্যাকসিন গ্রহণ করতে এসে প্রবীণ চিকিৎসক তথা প্রাক্তন স্বাস্থ্য অধিকর্তা বিকাশ রায় বলেন ভ্যাকসিন দিতে পেরে তিনি দারুণ খুশি। এই ভ্যাকসিন গ্রহণ করলে ক্ষতির কোনো আশঙ্কা নেই বলেও তিনি উল্লেখ করেন। সকলকে নির্ভয় ভ্যাকসিন গ্রহণ করার জন্য এগিয়ে আসার জন্য আহ্বান জানিয়েছেন রাজ্যের প্রবেশ শিশু বিশেষজ্ঞ তথা প্রাক্তন স্বাস্থ্য অধিকর্তা বিকাশ রায়।