ফের অনুপ্রবেশের ব্যর্থ চেষ্টা চিনের, জওয়ানদের বাধায় জখম ২০জন লাল ফৌজ

অনলাইন ডেস্ক, ২৫ জানুয়ারি।। প্রজাতন্ত্র দিবসের আগে ফের সীমান্তে উত্তেজনা তৈরি করার চেষ্টা করল চিন। ফের একবার সীমান্ত অতিক্রম করে ভারতে অনুপ্রবেশের চেষ্টা চালাল লাল ফৌজ। এবার তারা এই চেষ্টা চালিয়েছে সিকিমে।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, সিকিমের নাথু লা পাস দিয়ে সীমান্ত অতিক্রম ভারতীয় ভূখণ্ডে ঢোকার চেষ্টা চালাচ্ছিল লাল ফৌজ। বিষয়টি জানতে পারার সঙ্গে সঙ্গেই ভারতীয় জওয়ানরা লাল ফৌজকে প্রবল বাধা দেয়।

এখানেও গালওয়ানের মত পরিস্থিতি তৈরি হয়। দুই দেশের সেনাবাহিনীর হাতাহাতিতে ২০ জন লালফৌজ জখম হয়েছেন বলে খবর। ভারতীয় জওয়ানদের কাছ থেকে প্রবল বাধা পেয়ে শেষ পর্যন্ত লাল ফৌজের সদস্যরা নিজেদের সীমান্তে ফিরে যেতে বাধ্য হয়।

অন্যদিকে এই হাতাহাতিতে ভারতের চার জওয়ান আহত হয়েছেন। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সীমান্তে চলছে কড়া নজরদারি। বাড়ানো হয়েছে সেনার সংখ্যা।

২০২০-র জুন মাসে লাদাখের গালওয়ান উপত্যকায় লালফৌজ অনুপ্রবেশের চেষ্টা করেছিল। সে সময় দুই দেশের সেনার মধ্যে হাতাহাতি ঘটে। যে ঘটনায় দুই দেশের বেশ কয়েক জন সেনা গুরুতর জখম হন।

সীমান্ত নিয়ে দু’দেশের এই সমস্যা মেটাতে দফায় দফায় আলোচনায় বসেছে ভারত ও চিন। রবিবার দুই দেশের মধ্যে নবম দফার সেনা স্তরের আলোচনা হয়। ওই আলোচনা যখন চলছিল সে সময়ে লাল ফৌজ ভারতে অনুপ্রবেশের চেষ্টা চালায় বলে অভিযোগ।

রবিবার  দু’দেশের মধ্যে দীর্ঘ ১৫ ঘণ্টা ধরে বৈঠক চলে। ওই দীর্ঘ বৈঠকের পরেও সীমান্ত নিয়ে অবশ্য কোনও আশার আলো দেখা যায়নি। ওই বৈঠকে ফের একবার সীমান্ত থেকে চিনা সেনা সরিয়ে নেওয়ার দাবি জানান ভারতীয় সেনা আধিকারিকরা।

পাশাপাশি প্রকৃত নিয়ন্ত্রণরেখা সংলগ্ন এলাকায় চিনের পরিকাঠামো নির্মাণে আপত্তি জানায় ভারত। রবিবার সকাল ১১টা নাগাদ আকসাই চিনের মল্ডোতে ওই বৈঠক শুরু হয়েছিল। যা শেষ হয় সোমবার ভোর আড়াইটে নাগাদ।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?