এই বছর প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্যারেড প্রদর্শন করবে ১০ টি প্লেটুন। এই ১০ টি প্লেটুন রবিবার আসাম রাইফেল ময়দানে চূড়ান্ত মহড়া প্রদর্শন করে। চূড়ান্ত মহড়া খতিয়ে দেখেন রাজ্য পুলিশের মহানির্দেশক ভি.এস যাদব। চূড়ান্ত মহড়া খতিয়ে দেখার পর তিনি জানান এই বছর প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে ১০ টি প্লেটুনে প্যারেড প্রদর্শন করা হবে। করোনা পরিস্থিতিতে স্বাস্থ্য বিধি মেনে সবকিছু করা হবে। সামাজিক দূরত্ব বজায় রাখা হবে অনুষ্ঠানে। এছাড়াও যারা অনুষ্ঠানে অংশগ্রহণ করবে তাদেরকে মুখে মাস্ক লাগাতে হবে।