এশিয়ার ‘ড্রাগ লর্ড’ চি লপ নেদারল্যান্ডসে গ্রেপ্তার

অনলাইন ডেস্ক, ২৪ জানুয়ারি।। এশিয়ার ‘ড্রাগ লর্ড’ হিসেবে পরিচিত সে চি লপকে গ্রেপ্তারের দাবি করেছে নেদারল্যান্ডসের পুলিশ।তাদের দাবি, তারা এক ব্যক্তিকে আটক করেছেন, যিনি বিশ্বের সবচেয়ে বড় মাদক পাচারকারী দলগুলোর একটির প্রধান।চি লপের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে অস্ট্রেলিয়া।

বিবিসি বাংলা জানায়, চীনে জন্ম নেওয়া কানাডিয়ান নাগরিক চি লপকে বলা হচ্ছে ‘দ্য কোম্পানি’র প্রধান। পুরো এশিয়ায় ৭ হাজার কোটি ডলারের অবৈধ মাদকের বাজার পরিচালনা করে তারা।আমস্টারডামের শিপোল বিমানবন্দর থেকে বিশ্বের অন্যতম শীর্ষ এই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে পুলিশ। অস্ট্রেলিয়া এখন এই ব্যক্তিকে প্রত্যর্পণের আবেদন করবে।

অস্ট্রেলিয়ার পুলিশ বিভাগের অনুমান অনুযায়ী, ‘দ্য কোম্পানি’, যেটি ‘স্যাম গোর সিন্ডিকেট’ নামেও পরিচিত- পুরো এশিয়ার মাদক ব্যবসার প্রায় ৭০ ভাগ নিয়ন্ত্রণ করে।ব্যবসার পরিসরের কারণে ৫৬ বছর বয়সী চি লপকে কুখ্যাত মেক্সিকান মাদক ব্যবসায়ী ‘এল চাপো’ গুজমানের সঙ্গেও তুলনা করা হয়।

শুক্রবার গ্রেপ্তার হওয়ার আগে প্রায় ১০ বছর চি লপের গতিবিধির ওপর নজর রাখছিলো অস্ট্রেলিয়ার পুলিশ।২০১৯ সালে সংবাদ সংস্থা রয়টার্স তার সম্পর্কে একটি বিশেষ অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে, যেখানে তাকে এশিয়ার ‘মোস্ট ওয়ান্টেড’ ব্যক্তি হিসেবে উল্লেখ করা হয়।

সংবাদ সংস্থাটি ওই প্রতিবেদনে জাতিসংঘের তথ্যের বরাত দিয়ে জানায়, শুধু মেথঅ্যামফেটামিন বিক্রি করে ২০১৮ সালে সিন্ডিকেটের আয় হয়েছিল ১ হাজার ৭০০ কোটি ডলার।চি লপকে ধরার জন্য পরিচালিত অভিযানে- যেটিকে ‘অপারেশন কুঙ্গুর’ বলা হচ্ছে- বিভিন্ন দেশের প্রায় ২০টি সংস্থা কাজ করেছে।

নব্বইয়ের দশকে যুক্তরাষ্ট্রে মাদক চোরাচালানের অভিযোগে এর আগে নয় বছর কারাগারে ছিলেন এই ‘ড্রাগ লর্ড’। অস্ট্রেলিয়ার গণমাধ্যমের ভাষ্য অনুযায়ী, গত দুই দশকে দেশটির পুলিশের ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ’ পদক্ষেপ চি লপকে আটক করা।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?