এই আন্দোলনের অঙ্গ হিসেবেই আগামী ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিন দিল্লিতে ট্রাক্টর মিছিল করার কথা কৃষকদের। দিল্লির বাইরে রিং রোডে হবে এই মিছিল। প্রায় ১০০ কিলোমিটার লম্বা ট্রাক্টর মিছিলের সিদ্ধান্ত নিয়েছেন কৃষকরা। ইতিমধ্যেই ট্রাক্টর নিয়ে দিল্লি সীমান্তের উদ্দেশ্যে রওনা হতে শুরু করেছেন দেশের বিভিন্ন প্রান্তের কৃষকরা।
কিন্তু শনিবার দিল্লি পুলিশ এই মিছিলের অনুমতি দিলেও, রবিবার উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকার সিদ্ধান্ত নিয়েছে আন্দোলনকারী কৃষকদের ডিজেল দেওয়া হবে না। যোগী সরকারের এই সিদ্ধান্তে ক্ষোভ ছড়িয়েছে আন্দোলনকারীদের মধ্যে। তাঁরা প্রতিবাদে পথ অবরোধের সিদ্ধান্ত নিয়েছেন।