নতুন প্রতিনিধি, আমবাসা, ২৭ ফেব্রুয়ারি৷৷ ধলাই জেলার আমবাসার জগন্নাথপুর এলাকায় ধলাই নদী থেকে আওলিরাই রিয়াং নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে৷ তার মাথায় আঘাতের চিহ্ণ রয়েছে৷ প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে তাকে হত্যা করে মৃতদেহটি নদীতে ফেলে দেওয়া হয়েছে৷ পুলিশ মৃতদেহটি উদ্ধার করেছে৷ ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান এসডিপিওর নেতৃত্বে পুলিশ বাহিনী৷ <br>
পেশায় কাঠমিস্ত্রি অলিরাই রিয়াং- এর বাড়ি জগন্নাথপুর এলাকায়৷ এইদিন সকালে স্থানীয় লোকজন ধলাই নদীর জলে মৃতদেহ দেখতে পেয়ে অলিরাই রিয়াং-এর বাড়িতে খবর দেয়৷ পরে বাড়ির লোকজন ঘটনাস্থলে এসে মৃতদেহ শনাক্ত করে৷ মৃত ব্যক্তির মেয়ে জানিবুং রিয়াং জানান বুধবার রাতে তার বাবাার মোবাইলে কল করেছিল৷ তখন তার বাবা বলেছিল তিনি কোন অজ্ঞাত জায়গায় রয়েছেন৷ তিনি নিজে জায়গাটা চিনতে পারছেন না৷ ওনাকে যেন সেই জায়গা থেকে নিয়ে যায়৷ কিন্তু জানিবুং রিয়াং বাবার কথায় গুরুত্ব না দিয়ে ঘুমিয়ে পড়েন৷ এদিন সকালে জানিবুং রিয়াং-এর বোনের জামাই মোবাইলে ফোন করে জানায় যে অলিরাই রিয়াং-এর মৃতদেহ উদ্ধার হয়েছে ধলাই নদী থেকে৷ <br>
সাথে সাথে ওনারা ঘটনাস্থলে ছুটে আসেন৷ এদিকে ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে আমবাসা থানার পুলিশ৷ পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসাপাতালে পাঠায়৷ আমবাসা থানার ওসি হিমাদ্রী সরকার জানান ঘটনার তদন্ত চলছে৷ মৃতব্যক্তির মুখমণ্ডলে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ণ রয়েছে৷ এ থেকে একটা বিষয় স্পষ্ট যে অলিরাই রিয়াংকে হত্যা করা হয়েছে৷ পুলিশ ঘটনার তদন্ত করছে৷ এখন দেখার পুলিশ এই হত্যার ঘটনার কিনারা করতে সক্ষম হয় কিনা৷ তবে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে৷