করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় অক্সিজেন সংকটে পড়েছে আফ্রিকার দেশটি। সংকট মোকাবিলায় নাইজেরিয়া জুড়ে অক্সিজেন উৎপাদনের ৩৮টি প্ল্যান্ট স্থাপন করা হবে।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, অক্সিজেন প্ল্যান্ট স্থাপনের জন্য বৃহস্পতিবার দেশটির প্রেসিডেন্ট মোহাম্মাদু বুহারি প্রায় ১৭ মিলিয়ন ডলার অনুমোদন দিয়েছেন, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় দেড়শ কোটি টাকা।
জাতীয় অর্থনৈতিক কাউন্সিলের (এনইসি) এক বৈঠকে এ অর্থ অনুমোদন দেন প্রেসিডেন্ট বুহারি। ভাইস-প্রেসিডেন্টের কার্যালয় থেকে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
আফ্রিকার অন্যতম জনবহুল দেশটিতে সংক্রমণ কমে এসেছিল তবে মহামারির দ্বিতীয় ধাক্কায় ফের চাপে পড়েছে নাইজেরিয়া। নতুন এপিসেন্টার হয়ে ওঠা লাগোস অঙ্গরাজ্যে হাসপাতালে চাপ বেড়ে গেছে। অক্সিজেন সিলিন্ডারের সংকটে পড়েছে রোগীরা।
বিবৃতিতে বলা হয়, পাঁচটি হাসপাতালে অক্সিজেন প্ল্যান্ট সংস্কার করার জন্য আরও ৬ লাখ ৭০ হাজার ডলার অনুমোদন দেওয়া হয়েছে।
এখন পর্যন্ত দেশটিতে এক লাখ ১৮ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে, মারা গেছেন এক হাজার ৪৯০ জন।