আপনার নাম কি ‘কমলা’? তাহলে বিনামূল্যে প্রবেশ করতে পারবেন এই পার্কে

অনলাইন ডেস্ক, ২৩ জানুয়ারি।।কয়েক দিন আগেই আমেরিকার ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথবাক্য পাঠ করেছেন ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস। দক্ষিণ-পূর্ব এশীয় হিসেবে প্রথম তো বটেই, মার্কিন মুলুকের প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্টও তিনি৷ কমলার কৃতিত্বকে সম্মান জানাতে এক অভিনব পন্থা অবলম্বন করল ভারতের বিনোদন থিম পার্ক চেইন ওয়ান্ডারেলা৷

রবিবার অর্থাৎ আগামিকাল ‘কমলা’ নামের যে কোনও ব্যক্তিরই এই চেইন পার্কে ঢুকতে পারবেন একবারে বিনামূল্যে। শুধু সঙ্গে করে আনতে হবে নিজের পরিচয় পত্র৷

ওয়ান্ডারেলা এই মুহূর্তে কোচি, বেঙ্গালুরু এবং হায়দরাবাদে রয়েছে৷ তারা শনিবার অর্থাৎ আজ সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করে এই ঘোষণা করেছে৷ পোস্টে তারা লিখেছে, “এই রবিবার সব কমলা জিতবে!”

পার্কের পক্ষ থেকে জানানো হয়েছে যে, প্রথম ১০০ জন এই সুযোগ পাবেন৷ নামে ‘কমলা’,  ‘কমল’ এবং ‘ কমলম’ হতে হবে৷ এছাড়া অন্য কোনও নাম এই সুযোগের আওতায় আসবে না৷ সোশ্যাল মিডিয়ায় অনেকেই এই বিজ্ঞাপনী প্রচারের প্রশংসা করেছেন৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?