উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর মুখপাত্র জানিয়েছিলেন, আলী আব্বাস জাফরকে জিজ্ঞাসাবাদ করা হবে।সেই অনুযায়ী, বৃহস্পতিবার তার মুম্বাইয়ের বাড়িতে পৌঁছে যায় পুলিশ। তারা নির্মাতাকে নোটিশ দেন।
বৃহস্পতিবার আন্ধেরির রুস্তমজি এলিটা আবাসনে যায় উত্তরপ্রদেশ পুলিশের দলটি। ওই বিলাসবহুল আবাসনের কত তলায় আলী আব্বাস জাফর থাকেন, সে বিষয়ে স্থানীয় লোকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়। যে ছবি সংবাদমাধ্যমের পাতায় উঠে আসতেই শুরু হয় শোরগোল।
১৫ জানুয়ারি মুক্তি পায় ‘তাণ্ডব’ । আমাজন প্রাইমের ওই ওয়েব সিরিজ মুক্তি পাওয়ার পরই প্রতিবাদের ঝড় ওঠে। সিরিজে হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে যেমন আঘাত করা হয়, তেমনি দলিতদের সম্মানহানি করা হয় বলেও অভিযোগ করা হয়।
বিতর্ক শুরু হওয়ার পরপরই উত্তরপ্রদেশের লক্ষ্ণৌয়ের হজরতগঞ্জ কোতোয়ালি থানায় দায়ের করা হয় এফআইআর। এর পরপরই মুম্বাই, গ্রেটার নয়ডাতেও ‘তাণ্ডব’-এর বিরুদ্ধে দায়ের করা হয় অভিযোগ।
বিতর্কের মুখে পড়ে আগেই নিঃশর্ত ক্ষমা চেয়ে নিয়েছিল ‘তাণ্ডব’ নির্মাতারা। এরপর সিরিজ থেকে বিতর্কিত দৃশ্য সরানোর ঘোষণা দেন। এই সিরিজ নিয়ে ভারতের নানা প্রান্তে আক্ষরিক অর্থেই তাণ্ডব শুরু যায়। শাসক দল বিজেপি থেকে আসে নানান হুমকি। পোড়ানো হয় দুই অভিনেতা সাইফ আলী খান ও জিশান আইয়ুবের কুশপুতুল।
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মিডিয়া উপদেষ্টার তরফেও হুঁশিয়ারি দিয়ে টুইট করা হয়। গ্রেপ্তারির জন্যও তৈরি থাকতে বলা হয় কলাকুশলীদের। এমন পরিস্থিতিতে টুইট করে ক্ষমা চেয়েছিলেন নির্মাতারা। কিন্তু তাতেও আগুনের আঁচ কমেনি।
সিরিজে শিবা শেখরের চরিত্রে অভিনয় করেছেন মোহাম্মদ জিশান আইয়ুব, তার অভিনয় করা একটি দৃশ্য নিয়েই তোলপাড়। কলেজ ক্যাম্পাসের একটি নাটকের দৃশ্যে আইয়ুবকে শিবের চরিত্রে দেখা যায়। যেখানে নারদের চরিত্রকে বলতে শোনা যায় যে, রামের ফলোয়ার্স বেড়ে যাচ্ছে, এ নিয়ে শিবের কিছু করা উচিত।
ব্যঙ্গাত্মক এই নাটকে শিব হিসেবে অশালীন শব্দ উচ্চারণ করেন আইয়ুব। ‘আজাদি’ নিয়েও বিদ্রূপ করা হয়। আর এতেই ক্ষুব্ধ নেট দুনিয়া। টুইটারে তাণ্ডব ব্যান করার ডাকও ওঠে। পাশাপাশি ‘বয়কট বলিউড’ হ্যাশট্যাগ জনপ্রিয় হয়। এ সিরিজে আরও অভিনয় করেছেন ডিম্পল কাপাডিয়া ও সুনীল গ্রোভার।
কিছুদিন আগে নেটফ্লিক্সের ‘আ সুইটেবল বয়’ নিয়ে ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ ওঠে। একই অভিযোগ ওঠে আনুশকা শর্মা প্রযোজিত আমাজন প্রাইমের সিরিজ ‘পাতাললোক’-এর বিরুদ্ধে। এমনকি সম্প্রতি একই প্ল্যাটফর্মের ‘মির্জাপুর’ নিয়েও থানায় এফআইআর করা হয়েছে।