সৌরভের বড় ভাইয়ের সফল অ্যাঞ্জিয়োপ্লাস্টি

অনলাইন ডেস্ক, ২২ জানুয়ারি।। সৌরভ গাঙ্গুলির পর বড় ভাই স্নেহাশিস গাঙ্গুলির সফল অ্যাঞ্জিয়োপ্লাস্টি হল। ৫২ বছর বয়সী স্নেহাশিস বর্তমানে সিএবি (ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল) সচিব। সাবেক এই ক্রিকেটার মাঠ মাতিয়েছেন বাংলার হয়ে। ৫৯টি প্রথম শ্রেণির ম্যাচ ও ১৮টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছেন তিনি।

শুক্রবার সকালেই হাসপাতালে ভর্তি হয়েছিলেন সিএবি সচিব। এদিন তাকে আইসিইউ-তে রাখা হবে। সোমবার হাসপাতাল থেকে ছুটি পেতে পারেন সৌরভের বড় ভাই, এমনটাই জানিয়েছে কলকাতার আনন্দবাজার পত্রিকা।

ভারতের সাবেক অধিনায়ক ও বর্তমান বিসিসিআই সভাপতি সৌরভ হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ার পর স্নেহাশিস ডাক্তারের পরামর্শ নিয়েছিলেন। ১২ জানুয়ারি তার ‘কার্ডিয়াক সিটি অ্যাঞ্জিয়ো’ পরীক্ষা হয়। সেই পরীক্ষার পর দেখা যায় যে, বাংলার এই সাবেক ক্রিকেটারের সিঙ্গল ভেসল ডিজিস (আরসিএ) রয়েছে।

হৃদযন্ত্রের ব্লকেজ পরিষ্কার করার জন্য অ্যাঞ্জিয়োপ্লাস্টি করতে হবে, অর্থাৎ স্টেন্ট বসাতে হবে। একাধিক রক্ত পরীক্ষাও হয়েছিল স্নেহাশিসের। গত ২ জানুয়ারি সৌরভের হঠাৎই বুকে ব্যথা হয়।

তিনি নিজেই দ্রুত হাসপাতালে যাওয়ার সিদ্ধান্ত নেন। অ্যাঞ্জিয়োগ্রাম করার পর দেখা যায়, তার হৃদ্‌যন্ত্রে তিনটি ব্লকেজ রয়েছে।

অস্ত্রোপচার করিয়ে বাড়ি ফেরার পর সৌরভই জোর করে বড় ভাই স্নেহাশিসের যাবতীয় শারীরিক পরীক্ষা করান। তাতেই স্নেহাশিসের হৃদ্‌যন্ত্রে সমস্যা ধরা পড়েছিল।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?