এইদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উপমুখ্যমন্ত্রী বলেন প্রত্যেকদিন ৪০ থেকে ৫০ জন স্বাস্থ্য পরিষেবা নিতে পারবে এই ভ্যান থেকে। এই ভ্যান মানুষকে সুস্থ থাকতে সহযোগিতা করবে। ওটিপিসি রাজ্যের গর্ব, এইটা আধুনিক একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। অনুষ্ঠান শেষে কমিউনিটি হলের বাইরে নারিকেল ফাটিয়ে মোবাইল হেলথ ভ্যানের ফিতা কেটে তার সূচনা করেন উপমুখ্যমন্ত্রী। মোবাইল হেলথ ভ্যানটি ঘুরে দেখেন উপমুখ্যমন্ত্রী। ওই গাড়িতে একজন ডাক্তার এবং একজন ফার্মাসিস্ট থাকবে। সিপাহী জলা জেলার চরিলাম ব্লক, নলছড় ব্লক এবং জাম্পুইজালা ব্লক এর জনগণ এই ভ্যান থেকে পরিষেবা পাবে।