কিন্তু ঘুমানোর কিছু সময় পর গোপাল শীল শৌচালয়ে যাওয়ার নাম করে ঘর থেকে বারিয়ে যায়। দীর্ঘ সময় পরও সে ঘরে ফিরে না আসায় দোকানের কর্মচারীরা ঘুম থেকে উঠে বিষয়টি গোপালের বাবাকে জানায়। তখন শুরু হয় খোঁজাখুজি। পরবর্তী সময় বাড়ির শৌচালয়ে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় গোপাল শিলকে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জিবি হাসপাতালে পাঠায়। মৃতদেহ ময়না তদন্ত শেষে পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নেমে এসেছে শোঁকের ছায়া।