স্টাফ রিপোর্টার, আগরতলা, ২২ জানুয়ারি।। রাজধানী আগরতলা শহরে ক্রমশ চুরির ঘটনা যেন বৃদ্ধি পেয়ে চলছে। বেশকিছুদিন ধরে রাজধানীর মহিলা মহাবিদ্যালয় সংলগ্ন সড়কটি সংস্কারের কাজ চলছে। সুজিত পাল নামে এক ঠিকেদার এই কাজ করাচ্ছেন। প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার সন্ধ্যায়ও শ্রমিকরা কাজ শেষে রাস্তার পাশে রাস্তা সংস্কারে ব্যবহৃত রোলারটি রেখে চলে যায়।
শুক্রবার সকালে শ্রমিকরা কাজ করতে এসে দেখতে পায় রোলারের ব্যাটারি, মোটার সহ কিছু যন্ত্রাংশ চুরি হয়ে গেছে। খবর পেয়ে ঠিকেদার সুজিত পাল ঘটনাস্থলে ছুটে আসেন। খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ঠিকেদার সুজিত পাল জানান এই চুরির ঘটনায় ওনার ৪০ থেকে ৫০ হাজার টাকা ক্ষতি হয়েছে।