শাহজাহান মিঞা হত্যাকাণ্ডে চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড

স্টাফ রিপোর্টার, আগরতলা, ২২ জানুয়ারি৷৷ শাহজাহান মিঞা হত্যাকাণ্ডে চারজনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে সদরের জেলা ও দায়রা জর্জ আদালত৷ উল্লেখ্য, ২০১৩ সালে ২৭শে অক্টোবর রাজধানী আগরতলা শহর সংলগ্ণ রামনগরের জয়পুর এলাকা মিড ডে মিলের চাল নিয়ে বচসার জেরে শাহজাহান মিঞা নামে এক ব্যক্তিকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল৷ এই হত্যা মামলায় তদন্তক্রমে আদালতে চার্জশিট দাখিল করা হয়৷

আদালত দীর্ঘ শুনানি ও সাক্ষ্য গ্রহণের পর শুক্রবার এই মামলার চূড়ান্ত রায় ঘোষণা করে৷ এই মামলার অভিযুক্ত চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২৫ হাজার টাকা আর্থিক জরিমানা নির্দেশ দেওয়া হয়৷ অনাদায়ে আরও ৬ মাস সাজা ভোগের নিদের্শ দিয়েছে আদালত৷ যাদেরকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে তারা হল মজিত খান, জরিনা বেগম, বফিক মিঞা এবং সজল মিঞা৷ যে ২৫ হাজার টাকা জরিমানার নির্দেশ দেওয়া হয়েছে  সেই টাকা নিহতের পরিবারের হাতে তুলে দেওয়া আদেশ দেওয়ার হয়েছে৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?