আদালত দীর্ঘ শুনানি ও সাক্ষ্য গ্রহণের পর শুক্রবার এই মামলার চূড়ান্ত রায় ঘোষণা করে৷ এই মামলার অভিযুক্ত চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২৫ হাজার টাকা আর্থিক জরিমানা নির্দেশ দেওয়া হয়৷ অনাদায়ে আরও ৬ মাস সাজা ভোগের নিদের্শ দিয়েছে আদালত৷ যাদেরকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে তারা হল মজিত খান, জরিনা বেগম, বফিক মিঞা এবং সজল মিঞা৷ যে ২৫ হাজার টাকা জরিমানার নির্দেশ দেওয়া হয়েছে সেই টাকা নিহতের পরিবারের হাতে তুলে দেওয়া আদেশ দেওয়ার হয়েছে৷