অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তুলাশিখর ব্লক এডভাইজারি কমিটির চেয়ারম্যান প্রদীপ দেববর্মা৷ অনুষ্ঠানের উদ্বোধক খোয়াই জিলা পরিষদের সভাধিপতি জয়দেব দেববর্মা বলেন, কোন জাতির সংস্ক’তি যত চর্চা হবে ততটা ঐ জাতির পরিচিতি বৃদ্ধি পাবে৷ আজ সেই লক্ষ্যেই বর্তমান সরকার রাজ্যের সকল জনগোষ্ঠির ঐতিহ্যকে ধরে রাখার জন্য বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করছে৷
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক প্রশান্ত দেববর্মা বলেন, বর্তমান সরকার জনজাতিদের চিরাচরিত ঐতিহ্য রক্ষায় বিভিন্ন পদক্ষেপ নিয়েছে৷ সরকারের এই লক্ষ্য পূরণে সবার সহযোগিতা প্রয়োজন৷ লোকনৃত্য প্রতিযোগিতায় খোয়াই মহকুমার ত্রিপ্রাসা হুকুমু বদলের মসক সুুরমানি লোকনৃত্য প্রথম স্থান এবং তেলিয়ামুড়া মহকুমার আদন্যপাড়ায় মামিতা লোকনৃত্য দ্বিতীয় স্থান অধিকার করেছে৷