দিব্যাঙ্গজনদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব ও কর্তব্য : মন্ত্রী সান্তনা চাকমা

স্টাফ রিপোর্টার, আমবাসা, ২২ জানুয়ারি।। আমবাসা পিআরটিআই হলে আজ সামাজিক অধিকারিতা শিবির অনুষ্ঠিত হয়৷ শিবিরে সভাপতিত্ব করেন সমাজকল্যাণ ও সমাজশিক্ষা মন্ত্রী সান্তনা চাকমা৷ শিবিরের উদ্বোধন করেন সাংসদ রেবতী ত্রিপুরা৷ কেন্দ্রীয় সরকারের সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রকের সহযোগিতায় এলিমকো ত্রিপুরা শাখা, ধলাই জেলা প্রশাসন ও জেলা সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের উদ্যোগে এই সামাজিক অধিকারিতা শিবিরে দিব্যাঙ্গজনদের চলন সামগ্রী দেওয়া হয়৷ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ রেবতী ত্রিপুরা৷

সম্মানিত অতিথি হিসেবে ছিলেন ধলাই জেলার জেলাশাসক গোবেকর ময়ূর রতিলাল, সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের আধিকারিক উত্তম কুমার দাস ও এলিমকোর গুয়াহাটির আঞ্চলিক আধিকারিক সঞ্জয় কুমার হাজারি৷ শিবিরে সভাপতিত্ব করে সমাজকল্যাণ ও সমাজশিক্ষা মন্ত্রী সান্তনা চাকমা বলেন, দিব্যাঙ্গজনদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব ও কর্তব্য৷ দিব্যাঙ্গজনরা অসহায় নন৷ তারা বিশেষভাবে সক্ষম৷ তিনি বলেন, রাজ্যে দিব্যাঙ্গজনদের উন্নয়নে সরকার বিভিন্ন কর্মসূচি নিয়েছে৷ শিবিরের উদ্বোধন করে সাংসদ রেবতী ত্রিপুরা বলেন, ধলাই জেলার বিশেষভাবে সক্ষম বা দিব্যাঙ্গজনদের এই শিবিরে সহায়ক চলন সামগ্রী ও অন্যান্য সামগ্রী তুলে দেওয়া হবে৷

জেলার আমবাসা, ডম্বরনগর ও গঙ্গানগর ব্লকের দিব্যাঙ্গজনদের এ সমস্ত সামগ্রী দেওয়া হবে৷ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলাশাসক গোবেকর ময়ূর রতিলাল ও সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের আধিকারিক উত্তম কুমার দাস ও এলিমকো গুয়াহাটির আঞ্চলিক আধিকারিক সঞ্জয় কুমার হাজারি৷ শিবিরে জেলার ৪২৭ জন দিব্যাঙ্গকে বিভিন্ন সহায়তা সামগ্রী দেওয়া হয়৷ অতিথিগণ তাদের হাতে হুইল চেয়ার, শ্রবণ যন্ত্র, ট্রাইসাইকেল তুলে দেন৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?