এই আতঙ্কের মধ্যেও তৈরি হচ্ছে নানা গুজব। কথা উঠেছে, রসুন কি করোনার সংক্রমণ প্রতিরোধে কার্যকারি ভূমিকা রাখে? অনেকেই তা বিশ্বাস করে রসুন খাচ্ছেন নিয়মিত। আসলেই কি তাই?
সামাজিক গণমাধ্যমগুলোতে এই ভাইরাস ঠেকাতে রসুন খাওয়ার বহু পরামর্শ চোখে পড়েছে। কিন্তু ডব্লিউএইচও বলছে, এই ধারণা ঠিক নয়।
রসুন স্বাস্থ্যকর একটি খাবার যার ভেতর জীবাণুনাশক কিছু উপাদান হয়তো রয়েছে। কিন্তু, নতুন এই করোনাভাইরাস ঠেকাতে রসুন কাজ করবে- এমন কোনো বৈজ্ঞানিক প্রমাণ আদৌ নেই।
এ প্রসঙ্গে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআর-এর পক্ষ থেকে বলা হয়েছে, নভেল করোনাভাইরাসের বিরুদ্ধে রসুন কার্যকর- এমন কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি।
রসুন একটি উপকারি খাবার, যার কিছু জীবাণুনাশক গুণাগুণ থাকতে পারে। তবে এটি যে করোনাভাইরাস প্রতিরোধ করবে এমনটা প্রমাণিত নয়।