অনলাইন ডেস্ক, ২২ জানুয়ারি।।দেশে করোনা সংক্রমণের গ্রাফেও স্বস্তি। দু’দিন পরপর বৃদ্ধি পাওয়ার পর শুক্রবার খানিকটা কমেছে দৈনিক সংক্রমণ। শুক্রবার পর্যন্ত দেশে সব মিলিয়ে ১০ লক্ষ ৪৩ হাজার ৫৩৪ জন ভ্যাকসিন পেয়েছেন।
শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৫৪৫ জন।
এখনও অবধি দেশে মোট আক্রান্ত ১ কোটি ৬ লক্ষ ২৫ হাজার ৪২৮ জন। গত ২৪ ঘণ্টায় মৃত ১৬৩ জন। দেশে এখনও অবধি ১ লক্ষ ৫৩ হাজার ৩২ জনের প্রাণ কেড়েছে।
বিশ্বের অন্যান্য দেশের তুলনায় ভারতে সুস্থতার হার শুরু থেকেই বেশি। দেশে এ পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ১ কোটি ২ লক্ষ ৮৩ হাজার ৭০৮ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৮ হাজার ২ জন।
এই সুস্থতার জেরে কমছে সক্রিয় রোগীর সংখ্যা। কমতে কমতে তা হয়েছে ১ লক্ষ ৮৮ হাজার ৬৮৮ জন। দেশে ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষা হয়েছে ৮ লক্ষ ২৪২ জনের। গত ২৪ ঘণ্টায় দেশের সংক্রমণের হার ১.৮২ শতাংশ।