বন্যহাতির আক্রমণের শিকার হয়েছে ষাটোর্ধ এক ব্যক্তি

স্টাফ রিপোর্টার, তেলিয়ামুড়া, ২১ জানুয়ারি৷৷ কয়েকদিন বাদে বাদে বন্যহাতির তাণ্ডবে সাধারণ মানুষদের ঘরবাড়ি সহ ফসল ধবংস হচ্ছে তেমনি হাতির তাণ্ডব থেকে রেহাই পাচ্ছে না মানুষেরাও৷ এমনকি হাতির আক্রমণের শিকার হয় প্রাণ পর্যন্ত হারাতে হয়েছে বহু মানুষের৷ ঘটলো তেলিয়ামুড়া বনদপ্তর এর অধীন কৃষ্ণপুরের বালুরঘাট এলাকায়৷

তবে এই ঘটনায় প্রাণ না গেলেও আক্রমণের শিকার হয়েছে এক ষাটোর্ধ বয়সের ব্যক্তি কে৷ আহত ব্যক্তির নাম রঞ্জিত নম:৷ বাড়ি কৃষ্ণপুর এলাকায়৷পেশায় লাকড়ি বিক্রেতা৷ প্রতিদিনের মতো এদিনও রঞ্জিতবাবু লাকড়ি সংগ্রহ করতে বাড়ির পার্শবর্তী জঙ্গল বলু ঘাটে যায়৷লাকড়ি সংগ্রহ করতে অবস্থায় আচমা বন্যহাতির টি আক্রমণ করে রঞ্জিত এর উপর৷পরে কোন রকম দৌড়ে পালিয়ে এসে প্রাণের রক্ষা পেলেও গুরুতর অবস্থায় তাকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়৷তার চিকিৎসার তেলিয়ামুড়া মহাকুমা হাসপাতাল চলছে বলে খবর৷

এদিকে প্রতিনিয়তই বন্যহাতির তাণ্ডবে রাতের বেলা কৃষ্ণপুর সহ বড়লুঙ্গা চামপ্লাই চাকমাঘাট কপালীটিলা উত্তর মহারানী সহ মুঙ্গিয়াকামি বিভিন্ন এলাকায় তাণ্ডব চালিয়ে যাচ্ছে বন্যহাতির দলটি৷প্রত্যেকটি এলাকাবাসীর থেকে দাবি উঠেছে প্রদত্ত থেকে যেন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?