নতুন প্রতিনিধি,উদয়পুর, ১২ ফেব্রুয়ারী৷৷ উপজাতি নাবালিকাকে ধর্ষণের পর খুনের ঘটনায় দুই যুবক দোষী সাবস্ত হয়েছে৷ গোমতী জেলার অমরপুর মহকুমায় নতুন বাজার থানাধীন কৃষ্ণকান্ত পাড়ার উপজাতি নাবালিকাকে ধর্ষণের পর খুন করেছিলেন কষ্ট রায় ত্রিপুরা ও ভঞ্জয় ত্রিপুরা৷ আজ আদালত ভারতীয় দন্ডবিধি ৩০২/৩৭৬(ডি)/৩৬৬ এবং ২০১ ও পক্সো আইনের চার ধারায় তাদের দোষী সাবস্ত করেছে৷ তবে আজ আদালত সাজা ঘোষণা স্থগিত রেখেছে৷ স্পেশাল পাবলিক প্রসিকিউটর পল্টু দাস জানিয়েছেন, ২০১৮ সালে ৫ ডিসেম্বর নতুন বাজার থানাধীন কৃষ্ণকান্ত পাড়া এলাকার এক উপজাতি নাবালিকা বিদ্যালয়ে যাওয়ার সময় এলাকারই দুই যুবক কষ্ট রায় ত্রিপুরা ও ভঞ্জয় ত্রিপুরা তাকে জঙ্গলে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের পর নৃশংসভাবে খুন করে৷ পল্টুবাবু জানান, ওই নাবালিকাকে প্রথমে গাছের ডাল দিয়ে মাথায় আঘাত করা হয়৷ তবুও তার মৃত্যু না হওয়ায় তাকে ডোবার জলে চুবিয়ে মৃত্যু নিশ্চিত করে ধর্ষকরা৷ তিনি জানান, ওই দিন সন্ধ্যা হয়ে গেলেও ওই নাবালিকা বাড়ি ফিরে না আসায় তার খোজাখুজি শুরু হয়৷ তখন স্থানীয় দুই নাবালিকার কাছ থেকে ঘটনা সম্পর্কে জানতে পারেন মৃতার পরিবারের সদস্যরা৷ গ্রামের মাতববরা কষ্টরাই ত্রিপুরা ও ভঞ্জয় ত্রিপুরাকে জিজ্ঞাসাবাদ করতে গেলে সুযোগ বুঝে কষ্টরাই ত্রিপুরা পালিয়ে যায়৷ কিন্তু ভঞ্জয় ত্রিপুরা পালাতে পারেনি৷ গ্রামবাসীদের কাছে ওই নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনা স্বীকার করে ওই দিন রাতেই পুলিশ তাকে সাথে নিয়ে মৃতদেহ উদ্ধার করে৷ দুই দিন পর পুলিশ কষ্টরাই ত্রিপুরাকেও গ্রেফতার করতে সক্ষম হয়৷ এদিকে, মৃতার বড় ভাই নতুনবাজার থানায় একটি মামলা করেন৷ পুলিশ তদন্ত শেষে আদালতে চার্জশিট জমা দেয়৷ ওই মামলায় আদালতে ৩২ জনের সাক্ষ গ্রহণ করা হয়েছে জানিয়েছেন পল্টু দাস৷ তিনি বলেন, আজ ওই মামলায় ভারতীয় দন্ডবিধি ৩০২/৩৭৬(ডি)/৩৬৬ এবং ২০১ ও পক্সো আইনের চার ধারায় তাদের দোষী সাব্যস্ত করেছে৷ তবে, আদালত আজ সাজা ঘোষণা স্থগিত রেখেছে৷