স্টাফ রিপোর্টার, উদয়পুর, ২০ জানুয়ারি।। গোমতী জেলার উদয়পুরের চন্দ্রপুর সোনাইছড়ি এলাকায় এক শ্রমিক সাপের ছোবলে গুরুতরভাবে জখম হয়েছে। ওই শ্রমিকের নাম তপন জেরিয়া।স্থানীয় সূত্রে জানা গেছে অন্যান্য শ্রমিকদের সঙ্গে ওই শ্রমিক সেখানকার একটি রাবার বাগানে কাজ করতে গিয়েছিল। হঠাৎ অন্যান্য শ্রমিকরা লক্ষ করেন তপন জেরিয়া নামে পরিশ্রমিক রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গে শ্রমিকরা খবর দেন দমকল বাহিনীকে। দমকল বাহিনীর জওয়ানরা তাকে উদ্ধার করে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে তার চিকিৎসা চলছে।
সাপের ছোবল এই তার এই গুরুতর অবস্থা বলে জানা গেছে। ঘটনার সংবাদ ছড়িয়ে পড়তেই এলাকার জনমনে আতঙ্কের সৃষ্টি হয়েছে।উল্লেখ্য রাবার বাগান গুলিতে সাপের আনাগোনা প্রায়ই পরিলক্ষিত হয়। শ্রমিকরা কাজ করতে গিয়ে চরম নিরাপত্তাহীনতায় পরে। রাবার বাগানে কাজ করতে গিয়ে শ্রমিকদের জীবন সংশয় দেখা দেয়। উদয়পুরের চন্দ্রপুরের সোনাইছড়ি এলাকায় সাপের ছোবলে আহত হওয়ার ঘটনা তারই প্রমাণ। গোমতী জেলা হাসপাতালে তার প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে।