এদিন মুম্বইয়ের বান্দ্রায় গাড়ি থেকে নেমে ফুল কিনতে যান রিয়া। গাড়ি থেকে নামতেই পাপারাৎজিরা তাঁর পিছু নেন। সকলের মনেই প্রশ্ন ওঠে, সুশান্তের জন্মদিনের জন্যই কি ফুলের দোকানে হাজির হয়েছেন অভিনেত্রী? রিয়ার ওই ভিডিও মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। ভিডিওয় দেখা যায়, গাড়ি থেকে নেমে রাস্তার ধারেই এক ফুল বিক্রেতার থেকে ফুল কিনছেন তিনি। দেখা যায়, একটি গোলাপ ফুলের তোড়া কেনেন রিয়া। ফুল কিনে বেরিয়ে আসতেই পাপারাৎজিদের দেখে বিরক্তি প্রকাশ করেন তিনি। রিয়া বলেন, “এখন আমি যাচ্ছি। দয়া করে পিছন পিছন আসবেন না।”
প্রসঙ্গত, বলিউডে খুব শীঘ্রই ফিরতে চলেছেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী। এবার বড় পর্দায় অভিনেতা অমিতাভ বচ্চন ও ইমরান হাশমির সঙ্গে অভিনয় করতে দেখা যাবে রিয়াকে। ছবির নাম চেহেরে। সম্প্রতি পরিচালক রুমি জাফেরি জানিয়েছিলেন খুব শীঘ্রই অভিনয়ে ফিরতে চলেছেন রিয়া। সুশান্তের সঙ্গেও ভালো সম্পর্ক ছিল রুমির। মৃত্যুর আগে সুশান্তের সঙ্গে রুমির একটি ছবি নিয়ে কথাবার্তা চলছিল। সেই ছবিতে প্রধান জুটি হিসেবে ছিলেন রিয়া ও সুশান্ত দু’জনেই। ২০২০-র মাঝামাঝি সময়ে ছবির শ্যুটিং শুরু হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই মৃত্যু হয় সুশান্তের। তবে অবশেষে চেহেরে ছবির মাধ্যমে বলিউডে কামব্যাক করতে চলেছেন রিয়া।