৪৬ তম মার্কিন রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন জো বাইডেন, ভারতীয় বংশোদ্ভুত কমলাই প্রথম মহিলা উপ-রাষ্ট্রপতি

অনলাইন ডেস্ক, ২০ জানুয়ারি।। ৪৬ তম মার্কিন রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন জো বাইডেন। বুধবার ক্যাপিটল হিলে শপথ গ্রহণ করেন তিনি। এদিন আমেরিকার নয়া উপ-রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন কমলা হ্যারিসও। ভারতীয় বংশোদ্ভুত কমলাই হলেন প্রথম মহিলা মার্কিন উপ-রাষ্ট্রপতি।

এদিন বাইডেনের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, বিল ক্লিন্টন। করোনা সংক্রমণের জন্য এদিন বাইডেনের শপথ গ্রহণ অনুষ্ঠানে সাধারণ দর্শকদের আসার অনুমতি দেওয়া হয়নি।

লক্ষ লক্ষ আমেরিকান পতাকা দিয়ে মুড়ে দেওয়া হয়েছিল ক্যাপিটল হিল চত্ত্বর। শপথ গ্রহণ স্থলের নিরাপত্তায় মোতায়েন করা হয়েছিল ২৫ হাজার ন্যাশনাল গার্ড।

এদিন শপথ গ্রহণ অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নিজের প্রথম ভাষণে জো বাইডেন বলেন, ‘করোনা পরিস্থিতিতে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে দেশ।

আমাদের একসঙ্গে এর মোকাবিলা করতে হবে। আমেরিকাকে সর্বশ্রেষ্ঠ করে তুলতে হবে। হিংসার রাজনীতি চলবে না। আমি সকলের রাষ্ট্রপতি। মানুষ সরকার নির্বাচিত করেছেন, তাই এই সরকারও হবে মানুষের সরকার’।

জো বাইডেনকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বলেছেন, ‘জো বাইডেনকে শুভেচ্ছা। তাঁর সঙ্গে কাজ করতে মুখিয়ে আছি, আশা রাখি ভারত-মার্কিন সম্পর্ক আরও শক্তিশালী হবে’।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?