স্টাফ রিপোর্টার, আগরতলা, ২০ জানুয়ারি।।
’কিশোরী সূচিতা অভিযান’ নামে নতুন একটি প্রকল্প চালু করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার৷ আজ এই প্রকল্পটি রাজ্য মন্ত্রিসভা অনুমোদন করেছে৷ এই প্রকল্পে ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্রীদের বিনমূল্যে স্যানিটারি ন্যাপকিন দেওয়া হবে৷ আজ সচিবালয়ে প্রেস কনফারেন্স হলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে রাজ্য মন্ত্রিসভার এই সিদ্ধান্তের কথা জানান শিক্ষামন্ত্রী রতনলাল নাথ৷
শিক্ষামন্ত্রী সাংবাদিকদের জানান, বর্তমান অর্থবছরের বাজেট ভাষণে ছাত্রীদের বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন দেওয়ার কথা বলা হয়েছিল৷ তিনি জানান, বর্তমানে রাজ্যে বিদ্যালয়ে পাঠরত ছাত্রীর সংখ্যা ১ লক্ষ ৬৮ হাজার ২৫২ জন৷ চলতি অর্থবছরের তিন মাসে তাদের জন্য স্যানিটারি ন্যাপকিনের ব্যবস্থা করতে ব্যয় হবে ৬০ লক্ষ ৫৭ হাজার ৭২ টাকা৷ আগামী অর্থ বছরে এজন্য ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৭৫ লক্ষ ৩৪ হাজার ৯০৭ টাকা৷
২০২২-২৩ অর্থবছরে ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৮৬ লক্ষ ২৮ হাজার ২৮৮ টাকা৷ শিক্ষামন্ত্রী জানান, রাজ্যের সব সরকারি ও বেসরকারি সুকলেই এই প্রকল্পে বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন দেওয়া হবে৷ ছাত্রীদের স্বাস্থ্য সুুরক্ষার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে৷
শিক্ষামন্ত্রী জানান, বিদ্যালয়ে পাঠরত ছাত্রছাত্রীদের স্কুল ব্যাগের ওজন কত হবে তা নিয়ে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক একটি নীতি প্রণয়ন করেছে৷ এর নাম স্কুল ব্যাগ পলিসি-২০২০৷
এজন্য কেন্দ্রীয় সরকার ৬ জনের একটি কমিটি করেছে৷ কমিটি নির্দেশ দিয়েছে কোন ক্লাশে স্কুল ব্যাগের ওজন কত হবে৷ তারা বলেছে প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে স্কুল ব্যাগের ওজন হবে ১ কেজি ৬০০ গ্রাম থেকে ২ কেজি ২০০ গ্রাম, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম শ্রেণী ছাত্রছাত্রীদের ব্যাগের ওজন হবে ১ কেজি ৭০০ গ্রাম থেকে ২ কেজি ৫০০ গ্রাম৷ ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর জন্য ২ কেজি থেকে ৩ কেজি৷
অষ্টম শ্রেণীর জন্য ২ কেজি ৫০০ থেকে ৪ কেজি৷ নবম, দশম শ্রেণীর জন্য ২ কেজি ৫০০ গ্রাম থেকে সাড়ে চার কেজি৷ একাদশ, দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য স্কুল ব্যাগের ওজন হবে সাড়ে তিন কেজি থেকে ৫ কেজি৷ তিনি জানান, নতুন নীতি অনুযায়ী স্কুল ব্যাগের ওজন এর বেশি হতে পারবে না৷ রাজ্য মন্ত্রিসভা আজ এই পলিসি গ্রহণ করেছে৷