কিন্তু মিথ্যাচার সরকার ভাষার বিকাশ নিয়ে বিভ্রান্ত ছড়াচ্ছে। ককবরক ভাষা সরকারি ভাষা হিসেবে মর্যাদা দেওয়া হচ্ছে না। পার্লামেন্টে ককবরক ভাষাকে অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত করা হয়নি এবং এ ডি সি অধিক ক্ষমতা দেওয়া বিল উত্থাপন করা হয়নি। এমনকি রাজ্যের বহু বি এড প্রশিক্ষণপ্রাপ্ত থাকলেও ককবরক ভাষার জন্য স্কুল-কলেজ গুলিতে শিক্ষক নিয়োগ হচ্ছে না। ভাষাকে এগিয়ে নিয়ে যেতে সরকারকে কাজ করতে হবে। এবং সমস্ত ককবরক ভাষার মানুষ সহ রাজ্যবাসীকে এগিয়ে আসতে হবে বলে অভিমত ব্যক্ত করলেন তিনি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টি ওয়াই এফ -এর সাধারন সম্পাদক অমলেন্দু দেববর্মা সহ অন্যান্যরা।