নতুন প্রতিনিধি, আগরতলা, ১০ ফেব্রুয়ারী।। পশ্চিম জেলা শিক্ষা দপ্তরের উদ্যোগে সোমবার থেকে রাজধানীর বানী বিদ্যাপীঠ উচ্চতর বালিকা বিদ্যালয়ে শুরু হয়েছে দুই দিন ব্যাপী জেলা ভিত্তিক প্রদর্শনী ও প্রজেক্ট প্রতিযোগিতা। এইদিন জেলা ভিত্তিক প্রদর্শনী ও প্রজেক্ট কম্পিটিশনের উদ্ধোধনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ডঃ অরুণোদয় সাহা, পশ্চিম জেলা পরিষদের সভাধিপতি অন্তরা সরকার দেব, পশ্চিম জেলা শিক্ষা অধিকর্তা যোগমায়া চাকমা সহ অন্যান্যরা। এই প্রদর্শনী ও প্রতিযোগিতায় দক্ষিণ জেলা, গোমতী জেলা, সিপাহীজলা জেলা, পশ্চিম জেলা, খোয়াই জেলা ও ধলাই জেলা থেকে ছাত্র-ছাত্রীরা তাদের হাতে তৈরি মডেল প্রদর্শনের জন্য নিয়ে এসেছে। পশ্চিম জেলা পরিষদের সভাধিপতি অন্তরা সরকার দেব সংবাদ প্রতিনিধিদের সাথে সাক্ষাৎকারে এই ধরনের উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি তিনি জানান যারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে তাদের কি ভাবে সামনের দিকে নিয়ে যাওয়া যায় সেই দিকটা দেখা হচ্ছে।