অনলাইন ডেস্ক, ১৯ জানুয়ারি।।ফের একবার পাক সেনার অস্ত্রোপাচারের ছক বানচাল করল ভারতীয় সেনাবাহিনী। একই সঙ্গে গ্রেফতার করল দুই জইশ-ই-মহম্মদ জঙ্গিকে। জম্মুর রামবান এলাকার কাছে সোমবার এই ঘটনা ঘটেছে। ধৃত দুই জঙ্গির নাম সোহেল আহমেদ মালিক ও উমর আহমেদ মালিক।
গোপন সূত্রে খবর মেলে জম্মু-কাশ্মীরের সাম্বা এলাকায় পাকসেনা ড্রোনের মাধ্যমে প্রচুর অস্ত্র পাচার করছে। ওই খবরের ভিত্তিতে সোমবার জম্মু-কাশ্মীর পুলিশের বিশেষ বাহিনী ও সেনা রামবান এলাকায় তল্লাশি চালায়।
এই তল্লাশি অভিযানে জঙ্গিদের গোপন ঘাঁটি থেকে জইশ-ই-মহম্মদের দুই জঙ্গিকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় দুটি একে-৪৭, একটি পিস্তল, ১৬টি গ্রেনেড ২৬৯ টি ম্যাগাজিন-সহ আরও বহু অস্ত্রশস্ত্র।
উমর এবং সোহেল অনন্তনাগ জেলার বিজবেহরা এলাকার সেমথান এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। ধৃত দুই জঙ্গিকে জেরা করে তাদের সঙ্গীদের খোঁজ পাওয়ার চেষ্টা করছে পুলিশ। জম্মু-কাশ্মীর পুলিশ জানিয়েছে, পাকিস্তানের সেনা ড্রোনের মাধ্যমে সাম্বা জেলার বিজয়পুর এলাকায় অস্ত্র পাচার করেছিল।
ওই সমস্ত অস্ত্র সংগ্রহ করে উমর ও সুহেলের মাধ্যমে লুকিয়ে রাখার ব্যবস্থা করেছিল বুধগামের বাসিন্দা পাকিস্তানের মদত পুষ্ট জইশ জঙ্গি আকিব ওরফে আলফা। কিন্তু শেষ রক্ষা হল না। শেষ পর্যন্ত গোয়েন্দা বাহিনীর খবরের ভিত্তিতে ওই দুইজনকে গ্রেফতার করে নিরাপত্তা বাহিনী। একই সঙ্গে উদ্ধার করে বিপুল অস্ত্রশস্ত্র।