নির্বাচনের আগেই পুদুচেরিতে ভাঙতে চলেছে কংগ্রেস-ডিএমকে জোট

অনলাইন ডেস্ক, ১৯ জানুয়ারি।।আর মাস তিনেকের মধ্যেই দক্ষিণের দুই রাজ্য তামিলনাড়ু ও পুদুচেরি বিধানসভার নির্বাচন। দক্ষিণের ওই দুই রাজ্যের প্রধান আঞ্চলিক দল ডিএমকে সঙ্গে কংগ্রেসের দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে।

কিন্তু এবার পুদুচেরিতে কংগ্রেস অর ডিএমকের সেই মেলবন্ধন বোধহয় ছিন্ন হতে চলেছে। ২০১৯ লোকসভা নির্বাচনে ডিএমকের সঙ্গে জোট বেঁধে পুদুচেরিতে অত্যন্ত ভাল ফল করেছিল কংগ্রেস। কিন্তু আসন্ন বিধানসভা নির্বাচনে এই দুই দলের জোট ভাঙতে চলেছে।

ডিএমকে সাংসদ জগাথারক্ষাকন বিধানসভা নির্বাচনে ভোট পরিচালনার বিষয়ে দলের দায়িত্বে রয়েছেন। সোমবার রাতে দলীয় বৈঠকে জগাথারক্ষাকন বলেন, ডিএমকে পুদুচেরির সবকটি আসন ভোটে লড়বে। যদি পুদুচেরিতে দলকে জেতাতে না পারেন তাহলে মঞ্চের উপরেই তিনি আত্মহত্যা করবেন।

ডিএমকে ও কংগ্রেসের মধ্যে সম্পর্কের যে অবনতি হচ্ছে বেশ কিছুদিন ধরেই তার ইঙ্গিত মিলছে। কেন্দ্রের কৃষি বিল নিয়ে আলোচনার জন্য কংগ্রেস পুদুচেরি বিধানসভার বিশেষ অধিবেশন ডেকেছিল। কিন্তু সেই অধিবেশনে সামিল হয়নি ডিএমকে।

এমনকি, কংগ্রেস যখন লেফটেন্যান্ট গভর্নর কিরণ বেদির বিরুদ্ধে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছিল সেই বিক্ষোভেও শামিল হয়নি ডিএমকে। উল্লেখ্য, বর্তমান পুদুচেরি বিধানসভার কংগ্রেসের বিধায়ক ১৪ জন এবং ডিএমকের বিধায়ক আছেন তিনজন।

এডিএমকে থেকে জয়ী হয়েছিলেন চারজন। সূত্রের খবর, পুদুচেরিতে ডিএমকে এবার পিএমকের সঙ্গে জোট বেঁধে লড়তে চায়। ডিএমকের দাবি এবার রাজ্যের মুখ্যমন্ত্রীর পদ তাদের দিতে হবে।

মুখ্যমন্ত্রীর পদ নিয়ে মতান্তরের জেরেই কংগ্রেস ও ডিএমকের মধ্যে এই রাজ্যে সম্পর্কের অবনতি হয়েছে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, গত সপ্তাহেই রাহুল গান্ধি তামিলনাড়ু গিয়েছিলেন। মূলত ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে রাহুলের এই সফর।

তবে কেন্দ্রশাসিত পুদুচেরিতে ডিএমকে সঙ্গে সম্পর্ক অটুট রাখতে সব ধরনের চেষ্টা চালাচ্ছেন রাহুল। রাজনৈতিক মহল মনে করছে, কংগ্রেস এবার আর এই রাজ্যে ক্ষমতায় ফিরতে পারবে না। সে কারণে আগে থেকেই ডিএমকে সাবধান হতে চাইছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?