নতুন প্রতিনিধি, আগরতলা, ১০ ফেব্রুয়ারী।। ভারতবর্ষের জন্য ২০১৯ সাল একটা ঐতিহাসিক সাল ছিল। দীর্ঘ দিন জে সমস্ত সিদ্ধান্ত আটকে ছিল, রাজনৈতিক কারণে করা হয়নি সেই সিদ্ধান্ত গুলি গ্রহণ করে আইন প্রণয়ন করা হয়েছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় ভারত বর্ষের বিক্ষিপ্ত কিছু স্থানে হাতে গোনা কয়েকজন লোক ভারতের রাজনীতি ও সংবিধানের নাম করে ভারতকে অসম্মানিত করছে। ভারতের বিরোধীতা করছে। আন্দোলনের নামে সরকারী সম্পত্তি নষ্ট করা হচ্ছে। সোমবার সি এ এ-র সমর্থনে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ব বিদ্যালয়ে এবিভিপি-র উদ্যোগে তেরঙ্গা র্যালীতে অংশ নিয়ে এই কথা বলেন রাজ্য সম্পাদক সরোজ দেব। এদিন বিশ্ব বিদ্যালয় চত্বরে তেরঙ্গা নিয়ে র্যালীতে অংশ নেয় পড়ুয়ারা। এ বি ভি পি-র রাজ্য সম্পাদক সরোজ দেব আরো বলেন এই রাজ্যে থাকতে গেলে রীতী নীতি মেনে থাকতে হবে। একই সঙ্গে দেশে থাকতে গেলেও দেশের রীতি নীতি মানতে হবে। যারা মানবে না তাদের বরদাস্ত করা হবে না। নির্যাতিতদের আশ্রয় দেওয়ার রেওয়াজ রাজন্য আমল থেকে চলে আসবে বলে জানান তিনি। র্যালিটি বিশ্ববিদ্যালয় চত্বর পরিক্রমা করে।