স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৮ জানুয়ারি।। রাজ্যের যুব বিকাশ কেন্দ্র এবং নিফা ত্রিপুরা রাজ্য শাখার উদ্যোগে ত্রিপুরা পূর্ণরাজ্য দিবসের সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির তত্বাবধানে দেশব্যাপী সদভাবনা যাত্রার আয়োজনকে সামনে রেখে আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলন করা হয়। সোমবার এই সাংবাদিক সম্মেলনে কমিটির কনভেনার দেবাশীষ মজুমদার বলেন, আগামী ২১শে জানুয়ারী, ২০২১ রাজধানীর উজ্জয়ন্ত প্যালেস থেকে সকালে সুসজ্জিত দুটি গড়ি রওনা হয়ে ৫০ দিনে দেশের সবকটি রাজ্য ও কেন্দ্র শাসিত রাজ্য পরিক্রমা করে রাজ্যে ফিরবেন।
সে সময় বিভিন্ন রাজ্যের রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, মন্ত্রীসভার সদস্য, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব ও সমাজ কর্মীদের সাথে মিলিত হয়ে ত্রিপুরা পূর্ণরাজ্যের ইতিহাস ও সাংস্কৃতিক মত বিনিময় করবে। দুটি গাড়িতে মোট ১২ জন স্বেচ্ছাসেবী এই সদভাবনা যাত্রায় অংশ নেবেন। এই সদভাবনা যাত্রার সুচনা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলে জানান কমিটির কনভেনার দেবাশীষ মজুমদার। এদিনের সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কমিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার তপন লোধ, সম্পাদক পিংকু দাস প্রমুখ।