তাই প্রযুক্তিগত সুুবিধা সহ যে সমস্ত সুুযোগ সুুবিধা রয়েছে তা কাজে লাগিয়ে কৃষকদের ফসল উৎপাদন আরও বাড়ানোর দিকে নজর দিতে হবে৷ তিনি বলেন, ক’ষকদের সুুবিধার জন্যই কৃষি বিজ্ঞান কেন্দ্র খোলা হয়েছে৷ প্রয়োজনের সময় এই কৃষি বিজ্ঞান কেন্দ্রের সহায়তা নেওয়ার জন্যে তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন৷ অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে বিধানসভায় সরকার পক্ষের মুখ্য সচেতক বিধায়ক কল্যাণী রায় বলেন, কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে সরকার যে উদ্যোগ নিয়েছে তাতে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে৷ তবেই অভিষ্ট লক্ষ্যে সহজে পৌঁছনো যাবে৷
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে খোয়াই জিলা পরিষদের সভাধিপতি জয়দেব দেববর্মা বিজ্ঞানভিত্তিক চাষের উপর বেশি করে জোর দিতে গুরুত্বারোপ করেছেন৷ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খোয়াই জিলা পরিষদের সহসভাধিপতি হরিশংকর পাল, উত্তর চেবরী পঞ্চায়েতের প্রধান মিনতি দাস, সমাজসেবী প্রদীপ বরণ রায়, মনিহার দেববর্মা, কৃষি অনুসন্ধান পর্ষদের আ’লিক অধিকর্তা ড. এ কে ত্রিপাঠি, কৃষি অনুসন্ধান পর্ষদের ত্রিপুরা কেন্দ্রের যুগ্ম অধিকর্তা ড. বিশ্বজিৎ দাস প্রমুখ৷
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দিব্যোদয় কৃষি বিজ্ঞান কেন্দ্রের বরিষ্ঠ বিজ্ঞানী দীপঙ্কর দে৷ অনুষ্ঠানে কৃষি বিজ্ঞান কেন্দ্র আয়োজিত কৃষি প্রদর্শনী স্টলেরও আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাংসদ রেবতী ত্রিপুরা৷ অনুষ্ঠানে ২৮ জন মৌমাছি চাষীকে মৌমাছি পালনের সামগ্রী প্রদান করা হয় এবং ৩০ জন চাষীকে ৩০টি স্পে মেশিন বিনামূল্যে প্রদান করা হয়৷