অনলাইন ডেস্ক, ১৮ জানুয়ারি।।শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টের সিরিজের প্রথমটিতে ৭ উইকেটে জয় তুলে নিয়েছে সফরকারী ইংল্যান্ড।
গলে সোমবার ৩ উইকেটে ৩৮ রান নিয়ে পঞ্চম ও শেষ দিনের খেলা শুরু করে ইংল্যান্ড। জয়ের জন্য তাদের দরকার ছিল ৩৬। জনি বেয়ারস্টো ও অভিষিক্ত ড্যান লরেন্স ৩৫ মিনিটের মধ্যে দলের জয় নিশ্চিত করেন।
বেয়ারস্টো ৩৫ ও লরেন্স ২১ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন। ম্যাচসেরা হয়েছেন প্রথম ইনিংসে ২২৮ রানের ইনিংস খেলা জো রুট।
প্রথম ইনিংসে শ্রীলঙ্কার ১৩৫ রানের জবাবে ইংল্যান্ড ৪২১ রান করে। দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কার সংগ্রহ ছিল ৩৫৯। তাতে ইংল্যান্ডের সামনে ৭৪ রানে লক্ষ্য দাঁড়ায়।
রুটের নেতৃত্বে ইংল্যান্ড টানা ৯ টেস্টে অপরাজিত থাকল। ১৯৫৭ সালের পর এই প্রথম তারা বিদেশে টানা চার টেস্টে জয় পেল। শ্রীলঙ্কার মাটিতে জিতল টানা পাঁচ টেস্ট।
শুক্রবার সিরিজের দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে দুই দল।
সংক্ষিপ্ত স্কোর
শ্রীলঙ্কা ১৩৫ (বেস ৫-৩০) এবং ৩৫৯ (থিরিমান্নে ১১১, লিচ ৫-১২২)
ইংল্যান্ড ৪২১ (রুট ২২৮; দিলরুয়ান পেরেরা ৪-১০৯) এবং ৭৬-৩ (বেয়ারস্টো ৩৫*, এম্বুলদেনিয়ে ২-২৯)
ফল: ইংল্যান্ড ৭ উইকেট জয়ী
সিরিজ: দুই ম্যাচের সিরিজে ইংল্যান্ড ১-০ তে এগিয়ে।