অনলাইন ডেস্ক, ১৮ জানুয়ারি।। করোনা টিকা না নিলে আটকে দেওয়া হবে মাইনে। এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে ঝাড়খণ্ড সরকারের বিরুদ্ধে। সম্প্রতি কোডার্মা জেলার স্বাস্থ্য আধিকারিকদের করোনা টিকা সংক্রান্ত এই নির্দেশ জারি করা হয়। তবে বিতর্কের জেরে তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে বলে খবর।
গত ১৬ জানুয়ারি কোডার্মা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ও জেলা স্বাস্থ্য সমিতির মুখ্য কার্যনির্বাহী আধিকারিক পার্বতীকুমার নাগ ও জেলা প্রতিরক্ষণ আধিকারিক ও এসিএমও অভয় ভূষণ প্রসাদ এক নির্দেশিকা জারি করেন।
এই নির্দেশে বলা হয়, যে সরকারি কর্মী করোনা জীবাণুর টিকা নেননি, তাঁরা যত শীঘ্র সম্ভব এই টিকা নিয়ে নিন। টিকা না নিলে আগামী নির্দেশ আসা পর্যন্ত বেতন পাবেন না তাঁরা। অবশ্য টিকা নেওয়ার প্রমাণপত্র জমা করার পরেই মাইনে মিটিয়ে দেওয়া হবে।
সূত্রের খবর, টিকাকরণের প্রথম দিন কোডার্মা জেলার দুটি কেন্দ্রে ১০০ জনকে টিকা দেওয়ার টার্গেট ছিল। কিন্তু তত সংখ্যায় লোক হয়নি। তাই টার্গেট ছোঁয়ার জন্য এই নির্দেশ জারি হয়। কিন্তু নির্দেশের পরেও ২০০-র জায়গায় মাত্র ১৩৯ জন করোনা টিকা নিয়েছেন।
এই নির্দেশ জারি হওয়ার পরেই সরকারি কর্মীরা এর বিরোধিতা শুরু করেন। হইচই দেখে তড়িঘড়ি প্রত্যাহার করে নেওয়া হয় নির্দেশ। ঝাড়খণ্ডের মুখ্য স্বাস্থ্য সচিব নীতিন মদন কুলকার্নি জানিয়েছেন, এই নির্দেশ জারি করা হয়েছিল ঠিকই কিন্তু প্রত্যাহার করা হয়েছে।