অনলাইন ডেস্ক, ১৮ জানুয়ারি।। গত শনিবার থেকে দেশে শুরু হয়েছে করোনার টিকাকরণ। ইতিমধ্যেই এই টিকা নিয়ে বেশ কয়েকজনের দেহে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে।
কেন্দ্রের দাবি দেশের মোট ৪৪৭ জনের দেহে পার্শ্বপ্রতিক্রিয়া হয়েছে টিকা নেওয়ার পর গত দু’দিনে। হাসপাতালে ভর্তি রয়েছেন তিন জন। এরই মাঝে এল আরও বড় দুঃসংবাদ। টিকা নেওয়ার পর উত্তরপ্রদেশে মৃত্যু হল এক স্বাস্থ্যকর্মীর।
জানা গিয়েছে, যে স্বাস্থ্যকর্মীর মৃত্যু হয়েছে তাঁর বয়স ৪৬ বছর। তিনি মোরাদাবাদের একটি সরকারি হাসপাতালে কর্মরত ছিলেন। মাত্র চব্বিশ ঘণ্টা আগেই তিনি করোনা টিকা নিয়েছিলেন। জানা গিয়েছে, টিকা নেওয়ার পরেই তাঁর শ্বাসকষ্ট ও বুকে ব্যাথা শুরু হয়।
তবে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন, এই মৃত্যুর সঙ্গে করোনা টিকাকরণের কোনও সম্পর্ক নেই। টিকা নেওয়ার পর তিনি নিজের কাজও করেন। ঠিক কী কারণে এই মৃত্যু হয়েছে তা জানতে মৃতের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।