অনলাইন ডেস্ক, ১৮ জানুয়ারি।। আগে সরকার কৃষি আইন প্রত্যাহার করুক। তারপর তাঁরা করোনার টিকা নেবেন। সাফ জানিয়ে দিলেন দিল্লিতে আন্দোলনরত কৃষকরা।
দিল্লিতে আন্দোলককারী কৃষকদের একটা বড় অংশের বয়স পঞ্চাশের উপরে। কোভিডে তাঁদের ঝুঁকিও বেশি। কিন্তু তাঁরা পরিষ্কার বলে দিয়েছেন, টিকা নেওয়ার জন্য গ্রামে ফিরবেন না। সরকার যতক্ষণ না আইন প্রত্যাহার করবে, ততক্ষণ টিকা নেওয়ার প্রশ্নই নেই।
কোভিডকে বিশেষ গুরুত্ব দিতে রাজি নন আন্দোলনকারী কৃষকরা। কেউ কেউ বলছেন, “১০০-২০০ জনের দল করে আমরা বিক্ষোভ দেখাচ্ছি। এখানে সামাজিক দূরত্ব মেনে চলা সম্ভব নয়। তাছাড়া কৃষি আইনের জেরে যদি জীবিকা হারাতে হয়, তাহলে আর করোনার টিকা নিয়ে কী করব।”
এক কৃষকের সরাসরি বক্তব্য, “যাঁদের শরীরে প্রতিরোধ ক্ষমতা কম তাঁরাই আক্রান্ত হচ্ছেন বেশি। দিল্লির রাস্তায় হাজার হাজার গরিব রয়েছেন, যাঁদের হাত ধোয়া বা মাস্ক পরার সামর্থ্য নেই।আর সরকার শুধুমাত্র রাজনৈতিক স্বার্থে লকডাউন করেছিল, যাতে কোনও বাধা ছাড়াই কৃষি আইন পাশ করানো যায়।”
[contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]