কৃষক নেতা ও আন্দোলন সমর্থনকারীদের তলব করল এনআইএ

অনলাইন ডেস্ক, ১৭ জানুয়ারি।। নিষিদ্ধ শিখ সংগঠন শিখস ফর জাস্টিস সংক্রান্ত মামলায় মোট ৪০ জনকে তলব করল ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা এনআইএ। যাদের তলব করা হয়েছে তাদের মধ্যে আছেন পঞ্জাবি অভিনেতা দীপ সিধু ও কৃষক নেতা বলদেব সিং সিরসার মতো ব্যক্তিত্ব। রবিবার এনআইএর দফতরে এই দুইজনকে হাজির হতে বলা হয়েছে।

মূলত যারা কৃষক সংগঠনকে সরাসরি সমর্থন করেছেন তাদেরই ডেকে পাঠানো হয়েছে। অনেকেই মনে করছেন, কৃষক আন্দোলনকে সমর্থন করার কারণেই এই সমস্ত ব্যক্তিরা কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের কোপে পড়েছেন। তাই সরকারের নির্দেশেই কেন্দ্রীয় সংস্থা তাঁদের তলব করেছে। কেন্দ্রের এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছে একসময় এনডিএর শরিক শিরোমণি অকালি দল। দলের নেতা তথা পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী সুখবীর সিং বাদল।

তিনি অভিযোগ করেছেন, কৃষকদের আন্দোলনকে দুর্বল করার জন্যই কেন্দ্রীয় সংস্থাকে কাজে লাগাচ্ছে মোদি সরকার। এদিন শিরোমণি অকালি দলের এই প্রবীণ নেতা টুইট করেন, এনআইএর মাধ্যমে কৃষক নেতা বা যারা কৃষক আন্দোলনকে সমর্থন করছেন তাদের ডেকে পাঠানোর ঘটনার কড়া নিন্দা করি। তারা কখনওই দেশদ্রোহী নন। এই মুহূর্তে কেন্দ্র চেষ্টা করছে কৃষকদের ক্লান্ত করে দেওয়ার। যে সমস্ত সংস্থা বা সংগঠন কৃষকদের সাহায্য করছে কেন্দ্র বিভিন্ন কেন্দ্রীয় সংস্থা মারফত বেছে বেছে তাদের তলব করছে বলে অভিযোগ।

যেভাবে সামান্য বাস চালক থেকে শুরু করে কৃষকদের সমন পাঠানো হয়েছে তা অত্যন্ত উদ্বেগের বিষয় বলে সুখবীর জানান। উল্লেখ্য, শিখ ফর জাস্টিস আমেরিকা ভিত্তিক একটি সংগঠন। এই সংগঠনকে কেন্দ্র আগেই নিষিদ্ধ করেছে কেন্দ্র। সম্প্রতি কেন্দ্র অভিযোগ করে, কৃষক আন্দোলনের পিছনে খালিস্থানি জঙ্গিরা লুকিয়ে রয়েছে। কেন্দ্রর ওই বক্তব্য এবং তারপরই এনআইএর তলব বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?