জানা গিয়েছে, আজমীর থেকে জনা ৩০ ভক্ত বারমেরের এক জৈন মন্দির গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে ঝালোর জেলার মহেশপুরের কাছে রাস্তা ভুল করে বাসটি। গুগল ম্যাপ দেখে রাস্তা খোঁজার সময় একটি সরু গলিতে ঢুকে পড়ে বাসটি। ওই গলিতে বেশ নিচ দিয়ে গিয়েছে একটি হাইটেনশন তার। ওই তার বাসের ছাদে ঠেকতেই সঙ্গে সঙ্গে দাউদাউ করে আগুন জ্বলে যায়। বাস চালক ও তার সহযোগী বাসের মধ্যেই জীবন্ত দগ্ধ হন।
দগ্ধ হন আরও অনেকেই। সঙ্গে সঙ্গেই তাঁদের হাসপাতালে নিয়ে গেলে ছয়জনকে মৃত বলে ঘোষণা করা হয়। আরও ১৭ জন গুরুতর জখম অবস্থায় যোধপুরের এক হাসপাতালে ভর্তি আছেন। ঝালোরের অতিরিক্ত জেলা শাসক ছগনলাল গয়াল জানিয়েছেন বাসটি মান্ডোলি থেকে বেওয়া যাচ্ছিল। মাঝপথে রাস্তা হারিয়ে ফেলেন চালক। সে সময় ওই বাসটি একটি ইলেকট্রিক তারের সংস্পর্শে এলে মুহূর্তের মধ্যে আগুন ধরে যায়।
রাজ্যের মুখ্যমন্ত্রী অশোক গেহলত এই দুর্ঘটনার খবর পাওয়ার পর গভীর শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে আহতদের চিকিৎসার জন্য সব ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।