বেতন বৃদ্ধির দাবিতে ডাকা দুইদিনের ব্যাঙ্ক ধর্মঘটের প্রভাব পড়েছে রাজধানী আগরতলাতেও

নতুন প্রতিনিধি, আগরতলা, ৩১ জানুয়ারি ৷৷ বেতন বৃদ্ধির দাবিতে ডাকা দুইদিনের ব্যাঙ্ক ধর্মঘটের প্রভাব পড়েছে রাজধানী আগরতলাতেও৷ ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নের ডাকে গোটা দেশে শুর হয়েছে শুক্র ও শনিবারের দুইদিনের ব্যাঙ্ক ধর্মঘট৷

ধর্মঘটে সামিল হয়েছেন, রাজধানী সহ জেলার বিভিন্ন এলাকার ব্যাঙ্ক কর্মচারী এবং আধিকারিকরাও৷ এদিন সকাল থেকেই ব্যাঙ্কের সামনে বেতনবৃদ্ধি ও অন্যান্য অধিকারের দাবিতে অবস্থান আন্দোলন চালাচ্ছেন তাঁরা৷ এ উপলক্ষ্যে রাজধানী আগরতলার মেলারমাঠ স্টেট ব্যাঙ্কের সামনেও তারা অবস্থান নেয়৷ কর্মী সংগঠনের ডাকে ও ১০ দফা দাবিতে আজ ও কাল ব্যাঙ্ক ধর্মঘট৷

গত বৃহস্পতিবার মুম্বাইয়ে কর্মী সংগটনের সঙ্গে ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাসোসিয়েশনের বৈঠক হলেও সমাধানসূত্রে মেলেনি৷ পরপর দুদিন ব্যাঙ্ক ধর্মঘটে গ্রাহকদের চূড়ান্ত হয়রানির আশঙ্কা৷ মাসের শেষদিনের সকাল থেকে হয়রানির শিকার সাধারণ মানুষ৷ তাছাড়া রবিবারও ব্যাঙ্ক বন্ধ৷ এই পরিস্থিতিতে এটিএমগুলিতে টাকা না থাকায় দুর্ভোগ আরও বেড়েছে৷ মাসের শেষ ও শুরুতে এভাবে টাকা পয়সা না পাওয়ায় লেনদেনে মারাত্মস সমস্যা হচ্ছে গ্রাহকদের৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?