অনলাইন ডেস্ক, ১৬ জানুয়ারি।। শনিবার দেশজুড়ে শুরু হয়েছে করোনার টিকাকরণ। সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার তৈরি কোভিশিল্ড এবং ভারত বায়োটেকের কোভ্যাকসিন এই দুই ভ্যাকসিন দিয়ে চলছে টিকাকরণের কাজ। কিন্তু ভারত বায়োটেকের তৈরি কোভ্যাকসিনে তাঁদের কোনও ভরসা নেই বলে চিঠি দিয়ে সুপারকে জানালেন দিল্লির এক নামি হাসপাতালের চিকিৎসকরা।
ওই চিকিৎসকরা তাঁদের চিঠিতে জানিয়েছেন, কেভ্যাকসিন নয়, তাঁরা কোভিশিল্ড দিয়ে টিকা নিতে চান। দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালের রেসিডেন্ট ডাক্তাররা এই চিঠি লিখেছেন।
চিকিৎসকরা জানিয়েছেন, কোভিশিল্ড ভ্যাকসিন প্রয়োজনীয় তিন পর্বের পরীক্ষায় সফল হয়েছে। কিন্তু কোভ্যাকসিনের এখনও তৃতীয় পর্বের পরীক্ষা চলছে। সেই পরীক্ষার রিপোর্ট মেলেনি। তাই কেভ্যাকসিনের উপর তাঁরা ভরসা করতে পারছেন না।
ওই হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, কোভ্যাকসিন দেওয়া হলে তাঁরা এই টিকাকরণ কর্মসূচিতে অংশ নেবেন না। রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার নির্মাল্য মহাপাত্র এদিন বলেছেন, অনুরোধ এই যে, আমাদের যেন কোভিশিল্ড দিয়ে টিকা দেওয়া হয়।
প্রথম দিন দেশজুড়ে যে টিকাকরণ চলছে তাতে অনেক ডাক্তারই নাম লেখাননি। কারণ অনেকেরই কোভ্যাকসিনের বিষয়ে সন্দেহ রয়েছে। এখনও এই ভ্যাকসিনের তৃতীয় পর্বের পরীক্ষার ফলাফল জানা যায়নি। তাই আমরা কোভ্যাকসিন নিয়ে আগ্রহী নই।
যদিও কেন্দ্রের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল, কোভিশিল্ড ও কোভ্যাকসিন দু’টি টিকাই যথেষ্ট সুরক্ষিত ও নিরাপদ। মানুষের শরীরে কোভ্যাকসিন কোনও নেতিবাচক পার্শ্ব প্রতিক্রিয়া তৈরি করবে না।
উল্লেখ্য, শনিবার দিল্লির সরকারি ও বেসরকারি মিলিয়ে ছটি কেন্দ্রীয় সরকারি হাসপাতালে কোভ্যাকসিন ব্যবহার করা হচ্ছে। অন্যদিকে কোভিশিল্ড ব্যবহার করা হচ্ছে সরকারি ও বেসরকারি মিলিয়ে ৭৫টি টিকাকরণ কেন্দ্রে। রাম মনোহর লোহিয়া সরকারি হাসপাতাল। তাই সেখানে কোভ্যাকসিন ব্যবহার করা হচ্ছে।