নতুন প্রতিনিধি, নয়াদিল্লী, ৩১ জানুয়ারি।। করোনা ভাইরাস চিনে মহামারির রূপ নেওয়ার পরেই ভারত সরকার চিনে আটকে পড়া ভারতীয়দের ফিরত আনতে উদ্যোগী হয়। এবার সেই সকল করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তিকে ফিরিয়ে আনতে ভারত থেকে চিনের উহানে পাড়ি দিচ্ছে এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমান। শুক্রবার রাত দুটো নাগাদ এই বিমানটি উহান থেকে দিল্লি এসে পৌঁছাবে। এই বিমানে দরকারি সকল জিনিসের ব্যবস্থা রয়েছে। আটকে পড়া ভারতীয়দের ফিরিয়ে আনতে এই বিশেষ বিমানে থাকছে মাস্ক, মেডিক্যাল যন্ত্রপাতি, প্যাকেট করা খাবার, জরুরি ওষুধ এবং স্বাস্থ্য বিভাগ থেকে ৫জন ডাক্তার। এই বিশেষ বিমানে পরিচালনায় থাকবেন মোট ৩৩ জন AI কর্মী। যাদের মধ্যে রয়েছেন – চারজন পাইলট, ১৫ জন কেবিন ক্রু সহ ৫ জন ককপিট ক্রু, তিন জন ইঞ্জিনিয়ার, দু’জন নিরাপত্তা রক্ষী ও একজন ডেসপ্যাচ আধিকারিক।