সেনা দিবসের কুচকাওয়াজে ভারতীয় সেনাবাহিনীর ড্রোন ব্যবহারের নিদর্শন

অনলাইন ডেস্ক, ১৫ জানুয়ারি।। ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে আজ সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে তৈরি ৭৫টি ড্রোনের কার্যকারিতার নিদর্শন পেশ করা হয়। নতুন দিল্লির দিল্লি ক্যান্টনমেন্টে আজ সেনাবাহিনীর কুচকাওয়াজে কৃত্রিম বুদ্ধিমত্তার নিদর্শন হিসেবে এই ড্রোনগুলির কার্যকারিতা তুলে ধরা হয়।

ড্রোনগুলির কার্যকারিতা প্রমাণের মাধ্যমে ভারতীয় সেনাবাহিনীর সর্বাধুনিক এবং প্রয়োজনে বিনাসকারী প্রযুক্তির ব্যবহার ও প্রয়োগের ক্ষেত্রে রূপান্তরণের বিষয়টি প্রতিফলিত হচ্ছে। প্রকৃতপক্ষে ভারতীয় সেনাবাহিনী কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন বিভিন্ন ধরনের যুদ্ধাস্ত্রের জন্য বিপুল অর্থ বিনিয়োগ করছে।

এই ধরনের যুদ্ধাস্ত্র ও সাজসরঞ্জামের মধ্যে রয়েছে অটোনমাস উইপন সিস্টেম বা স্বয়ংক্রিয় যুদ্ধাস্ত্র ব্যবস্থা, কোয়ান্টাম টেকনলজি, রোবোটিক্স, ক্লাউড কম্পিউটিং এবং অ্যালগোরিথম ওয়ারফেয়ার। সেনাবাহিনীর রণকৌশল এবং অভিযান পরিচালনার মধ্যে সুসমন্বয় গড়ে তোলার লক্ষ্যেই আধুনিক প্রযুক্তির ব্যবহার ও আরও বেশি প্রয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ভারতীয় সেনাবাহিনী একাধিক ক্ষেত্রে প্রযুক্তিগত প্রয়োগের পদক্ষেপ গ্রহণ করেছে। এই লক্ষ্যে সেনাবাহিনীর পক্ষ থেকে স্টার্ট-আপ, ক্ষুদ্র ও মাঝারি সংস্থা, বেসরকারি ক্ষেত্র, শিক্ষা প্রতিষ্ঠান, প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা, এমনকি প্রতিরক্ষা রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির সঙ্গেও সহযোগিতা গড়ে তোলা হচ্ছে।

সেনাবাহিনী ইতিমধ্যেই কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কিত একটি প্রকল্পের সূচনা করেছে যেখানে ভারতীয় স্টার্ট-আপগুলিকে অংশগ্রহণে উৎসাহিত করা হচ্ছে। সমরাস্ত্র ও তার উদ্ভাবনের ক্ষেত্রে ভারতীয় সেনাবাহিনীর সক্ষমতাকে তুলে ধরার পাশাপাশি মানবসম্পদের সহায়তায় আধুনিক ডিজিটাল প্রযুক্তির প্রয়োগ ঘটিয়ে সেনাবাহিনীর অগ্রগতির অঙ্গীকার পূরণের চেষ্টা করা হচ্ছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?