অনলাইন ডেস্ক, ১৫ জানুয়ারি।। ইন্ডিগো এয়ারলাইন্সের ম্যানেজার রূপেস সিংহের মৃত্যু ঘিরে ঘরে-বাইরে তোপের মুখে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। এই পরিস্থিতিতে সাংবাদিকের অস্বস্তিকর প্রশ্নে মেজাজ হারালেন তিনি।
শুক্রবার এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সাংবাদিক নীতীশ কুমারকে রূপেশ সিংহের মৃত্যু নিয়ে প্রশ্ন করেন। এতেই চটে যান তিনি। পাল্টা নীতীশ ওই সাংবাদিককে বলেন, ‘আপনি এত মহান। কাকে সমর্থন করেন আপনি? স্বামী-স্ত্রীর রাজত্বে ১৫ বছরে এত খুনের ঘটনা ঘটেছে সেগুলি নিয়ে কেন বলছেন না?’
মনে করা হচ্ছে ‘স্বামী, স্ত্রী’ বলতে নীতীশ কুমার লালুপ্রসাদ যাদব ও রাবড়ি জমানার কথাই বলেছে। তবে এর পরে নিজেকে কিছুটা সংযত করে নেন তিনি। বলেন, ‘একটা খুন হয়েছে। পুলিশ তদন্ত করছে। আপনার কাছে কোনও প্রমাণ থাকলে দিন। পুলিশকে এভাবে অপমান করবেন না।’
উল্লেখ্য, নীতীশের বাড়ি থেকে মাত্র দু’কিলোমিটার দূরে গত মঙ্গলবার খুন হন ইন্ডিগোর ম্যানেজার। তাঁকে বাড়ির সামনেই গুকি করে পালায় দুষ্কৃতীরা।